টলিউডের একজন প্রথম সারির একজন দক্ষ অভিনেতা হলেন সব্যসাচী চক্রবর্তী। এক সাক্ষাৎকারে অভিনেতা আচমকাই জানান, ‘আমি ভালো অভিনেতা নই।’ অভিনেতার মন্তব্যে অনেকেই হতবাক হয়ে যান।
কয়েক দশক ধরে যে মানুষটি শুধুমাত্র নিজের অভিনয়ের জন্য পরিচিত। যাকে ফেলুদা বলা হয় তিনি ভালো অভিনেতা নয় মানতে রাজী নয় দর্শকেরা। কিন্তু অভিনেতা আচমকাই এরকম মন্তব্য কেন করলেন?
আসলে সব্যসাচী মনে করেন, ‘ভালো অভিনেতা’ হওয়ার সংজ্ঞা কখনও স্থির নয়। প্রতিটি চরিত্রের সঙ্গে অভিনেতাকে নতুন করে লড়াই করতে হয়, নতুন করে নিজেকে প্রমাণ করতে হয়। আসলে তাঁর মন্তব্যের মধ্যে আত্মসমালোচনা আর বিনয়ই বেশি।’
সব্যসাচী বলেন, ‘আমি তো ভালো অভিনেতা নই, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। আমি এখনো ভালো অভিনেতার পর্যায়ে পৌঁছতে পারিনি। ভালো অভিনেতা দেখেছেন! তুলসী চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকি, ইরফান খান, বিকাশ রায় এনারা এক অন্য পর্যায়ের অভিনেতা। আমি তাঁদের ধারে কাছে পৌঁছোতে পারিনি।’
অনেকেই অভিনেতার এহেন মন্তব্যে পেশাদার সততা ও দায়বদ্ধতারই পরিচয় পায়।
সূত্রঃ https://bengali . indianexpress . com/entertainment/sabyasachi-chakraborty-self-criticism-10986959

