‘আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি’ বিচ্ছেদের মাঝেই আচমকা মন্তব্য যিশুর

যিশু সেনগুপ্ত

খাদান ছবির প্রচারের মাঝেই বিবাহিত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেতা যিশু সেনগুপ্ত। রিয়েল লাইফে যখন ডিভোর্সের চর্চা, সেখানে রিল লাইফে খাদান ছবিতে তার এবং স্নেহার বিবাহিত জীবন নিয়ে কিছু কথা শেয়ার করলেন যিশু।

সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে যিশু জানান, ‘পর্দায় দেবের দুটো নায়িকা ( ইধিকা এবং বরখা) থাকলেও আমার তো আমারটা আছে। আমার তো রয়েছে স্নেহা। আমি একজনকে নিয়েই খুশি। আমি বিবাহিত।’

অন্যদিকে পর্দায় দেবকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। আসন্ন ২০ তারিখেই মুক্তি পাবে খাদান। মুখ্য ভূমিকায় থাকবেন দেব এবং যিশু। সঙ্গে অন্যান্য চরিত্রে থাকবেন অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। ছবির পরিচালনা রয়েছেন সুজিত সরকার রিনো। সঙ্গীত পরিচালনার দায়িত্বে নীলায়ন চট্টোপাধ্যায়।