বলা হয়, বাংলা ইন্ডাস্ট্রিতে কেউ কারো প্রশংসা করেন না। শিল্পীরা শিল্পীদের কদর করে না। বিশেষ করে প্রবীণ প্রজন্মের শিল্পীরা নানা বিষয়েই নতুনদের অবজ্ঞা করে থাকেন, নতুনদের ব্যবহার নিয়ে সমালোচনাও করে থাকেন। তবে এই ধারণা একেবারেই বিশ্বাস করেন না অভিনেতা সপ্তর্ষি রায়।
বাংলা টেলিভিশনের একজন প্রবীণ প্রজন্মের অভিনেতা তিনি। বিভিন্ন ধারাবাহিকে বাবা-কাকা চরিত্রে অভিনয় করে থাকেন। বর্তমানে কাজ করছেন ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে। তিনি পুরনো হয়ে নতুনদের থেকে নাকি অনেক কিছু শেখেন।
পিলু ধারাবাহিকে কাজ করার সময় রঞ্জা ওরফে অভিনেত্রী ইধিকা পালের অভিনয়ে মুগ্ধ হয়ে সামাজিক পাতায় কলম ধরেছিলেন অভিনেতা। আবারও বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় নবীন নায়িকার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সপ্তর্ষি রায়।
জোয়ার ভাঁটা ধারাবাহিকে দুই নায়িকার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস এবং অভিনেত্রী আরাত্রিকা মাইতি। তাদের অভিনয়ে এতদিন বরাবর প্রশংসা করে এসেছেন দর্শকেরা। এবার এই দুই নায়িকাতে মুগ্ধ বর্ষীয়ান অভিনেতা সপ্তর্ষি রায়।
শ্রুতি আর আরাত্রিকার সাথে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, “আমার দুপাশে যে দুজন সুন্দরীকে দেখছেন এরা সাম্প্রতিক কালের টেলিভিশনের অন্যতম সেরা দুজন অভিনেত্রী! শ্রুতি ও আরাত্রিকা! আমি এর আগেও বলেছি; বারংবার বলবো; এই প্রজন্মের শিল্পীদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে! ভালো কাজ করার জেদ, পরিশ্রমী, শেখার ইচ্ছে, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা, একাগ্রতা ও ব্যবহার, সবেতেই এরা সমতা বজায় রেখে চলতে জানে! আমি ভাগ্যবান এমন দুটি প্রতিভার সাথে কাজ করার সুযোগ পাওয়ার জন্য। কথা দিচ্ছি, তোদের সাথে যোগ্য সঙ্গত করার আপ্রাণ চেষ্টা করবো!”