সোশ্যাল মিডিয়া জুড়ে এখন যে খবরটা সবচেয়ে বেশি চোখে পরছে তা হল দেবলিনা নন্দীর ঘটনায় সায়ক চক্রবর্তীকে টেনে এনে নেটিজেনদের কু-মন্তব্য। দেবলিনার এই অবস্থার খবর থেকে শুরু করে হাসপাতালে ব্লগ করা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।
আর এই বিতর্কের আগুনে ঘি ঢেলেছে সায়ক-দেবলিনার বন্ধুত্বের সম্পর্ক। তাদের সম্পর্ক নিয়ে সমালোচনার ঝর এবার যেন মাত্রা ছাড়িয়ে গেল। সায়ককেই দেবলিনার সংসার ভাঙার কারণ বলে দাবি নেটিজেনদের। তবে চুপ করে থাকার পাত্র সায়ক নয়।
লাইভে এসে সপাট জবাব দিলেন অভিনেতা। সায়ক বলেন, “নেতিবাচক মন্তব্য করা মানুষদের সঙ্গে লড়াই করাটা খুব কঠিন। আমি কেমন যেন নিজেকে হারিয়ে ফেলছি এসব করতে গিয়ে। তোমাদের কথায় হাসা উচিৎ নাকি কাঁদা, সেটাই বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে এসব কোন ব্যাপার না, সেখানে আমি তো কিছু করিনি তাই গায়ে লাগবে কেন? কিন্তু পরক্ষনেই আবার গায়ে লেগে যাচ্ছে মানুষজনের নোংরা কথা শুনে।”
“কতজনকে গালাগালি দিয়েছি, খুব শান্তি পেয়েছি। কেমন যেন মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছি আমি। শুধু বলব, তোমরা এত নীচ মানসিকতার কেন? মানুষ হয়ে কি করে জন্মালে? বেঁচে আছো কেন এই পৃথিবীতে? আমি তো ব্লগ করতেই ভয় পাচ্ছি, ক্যামেরা ধরতেই পারছি না। কিন্তু আমার এই খারাপ সময়ে সহযোদ্ধার মত লড়ছে কিছু বন্ধু এবং অনুরাগীরা। যেহেতু এখন এটাই আমার রুজি রুটি,সিরিয়াল সেভাবে নিয়মিত হয় না। ফলে সমাজ মাধ্যমে ভিডিও বানাতেই হবে।”
সায়ক আরও বলেন, “ভাবতে খারাপ লাগে যখন অভিনয় জগতের কেউ কেউ লাইভ করে চিৎকার করে বলছে আমি কেন হাসপাতালে ব্লগ বানালাম। আচ্ছা, হঠাৎ করে তোমরা আমায় ‘গে’ বলাটা বন্ধ করলে কেন? ভালই তো এতদিন মেয়েদের মত ‘গে’ এসব বলতে। সেইসব বন্ধ করে এখন অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক জোড়াচ্ছ।”

