প্রায় গোটা এক মাস হল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী শিরীন পাল। দিতিপ্রিয়ার করে যাওয়া চরিত্রে নতুন করে প্রাণ দিচ্ছেন তিনি। মাঝপথে যেকোনো চরিত্রকে পর্দায় ফুটিয়ে বেশ শক্ত কাজ। তবে নবাগতা হয়ে নিজের সেরাটাই দিয়ে যাচ্ছেন মেয়েটি। তাই তো খুব অল্প সময়ের মধ্যে দর্শকের মন জিতে নিয়েছেন তিনি।
‘চিরদিনই তুমি যে আমার’-ই ধারাবাহিকের হাত ধরেই বাংলা টেলিভিশনের তার প্রথম কাজ। মূলত তিনি থিয়েটার জগতের মেয়ে। নায়িকা হিসাবে পর্দায় প্রথম পদার্পণ। তবে দর্শক এখন তাকে অপর্ণা হিসাবেই চেনেন। ছোটপর্দায় কাজের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি মুখ খুলতে দেখা গেল শিরীন পালকে।
সম্প্রতি এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla) কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শিরীন জানান, ‘একেবারে নতুন আর খুব ভাল একটা অভিজ্ঞতা। জীবনটা যেন একটা নিয়মে বাঁধে পড়ে গিয়েছে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, জলখাবার তৈরি করে শ্যুটিংয়ে যাওয়া, সারাদিন শ্যুটিং, মেকআপ, চিত্রনাট্য ঝালিয়ে নেওয়া.. আর তারপরে বাড়ি ফিরে তাড়াতাড়ি শুয়ে পড়া। যাতে পর্যাপ্ত বিশ্রামটা হয়। ফ্লোরেও সবার সঙ্গে খুব ভাল সম্পর্ক.. অনেকটা ছোট আমি, তাই সবাই আমায় যথেষ্ট স্নেহ করেন, সাহায্য ও করেন।’
দিতিপ্রিয়া রায় ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির অভিনেত্রী। তার জায়গায় কাজ ভয় হয়েছিল শিরীনের? এই প্রসঙ্গে ছোটপর্দার অপর্ণা বলেন, ‘একটা মানুষ কাগজে লেখা চরিত্রকে রক্তমাংসের রূপ দেন। সেখানে দর্শকদের মনে একটা মানুষের চেহারা বসে রয়েছে। সেই জায়গায় নতুন মুখকে আপন করে নেওয়া দর্শকদের কাছেও বেশ কঠিন। আমি তো সবটা জেনেই কাজে এসেছিলাম। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে আমার আলাপ নেই, কিন্তু আমি ওর কাছে কৃতজ্ঞ। উনি চরিত্রটা ছেড়ে গিয়েছেন বলেই তো আমি এত বড় সুযোগটা পেলাম। নিজের ১০০ শতাংশ দিয়ে চেষ্টা করছি মানুষের মন জয় করার।’

