জলসার পর্দায় অসম বয়সের প্রেমের গল্প মাত্র কয়েক মাসেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে ‘চিরসখা’ ধারাবাহিক। তেমনি ধারাবাহিকের চরিত্রের বাস্তবিকতাও নজর কেড়েছে দর্শকের। তাদের মধ্যে ধারাবাহিকের দুই গুরুত্বপূর্ণ চরিত্র হলো মিঠি আর বুবলাই।
আর এই দুই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য এবং অভিনেতা বিভান ঘোষ। ধারাবাহিকের তাদের সম্পর্ক একেবারেই ভালো নয়। দুই ভাই বোন একেবারেই বিপরীত মেরুর। বড় ছেলে বুবলাই তার মায়ের সুখ ভালো থাকা দেখতে পারে না। অন্যদিকে মেয়ে মিঠি সবসময় মায়ের ভালো থাকা নিয়েই ভাবতে থাকে।
পর্দায় প্রায় সময়ই দুজনের মধ্যে মতবিরোধ লেগেই থাকে। এবারে অফ স্ক্রিনেও অভিনেতা বিভানের সম্পর্কে অভিযোগ করলেন ঐশী। বিভানের সাথে কাজ করতে নাকি বিরক্ত বোধ করেন ঐশী।
একপ্রকার বাধ্য হয়েই নাকি বিভানের সাথে কাজ করতে হচ্ছে। ধারাবাহিকে যেহেতু তাদের কাজ করতে হয় ইচ্ছা না থাকা সত্বেও সহ্য করতে হয় বিভানকে। কিতু আচমকা বিভানের প্রতি এমন অভিযোগ কেন জানালেন ঐশী?
পুরো বিষয়টা আদতেও সত্যি নয়। কোন এক সাক্ষাৎকারে দুজনের খুনসুঁটি মুহূর্ত ধরা পড়তেই বিভানকে রাগানোর জন্য এমন কথা বলেছে ঐশী। পর্দার বাইরে তাদের সম্পর্ক একেবারে বেস্ট ফ্রেন্ড এর মত।
সাক্ষাৎকারে দুজনেই বলেন, ‘আমরা সবসময়ই একসাথে থাকি। ধারাবাহিকের সেটে যখনই সিন থাকেনা তখনই আমরা একসাথে ছবি তুলছি ইনস্টাগ্রাম এর ছবি পোস্ট করছি একে অপরের সাথে মিম শেয়ার করছি।’

