‘আমাকে পার্শ্ব চরিত্রের থেকেও বাদ দেওয়া হচ্ছে’, মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি দাস

অভিনেত্রী শ্রুতি দাস

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী শ্রুতি দাস। যিনি মাত্র দুটো ধারাবাহিক ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’-তে অভিনয় করেই ইন্ডাস্ট্রিতে পরিচিত লাভ করেছে। যদিও এই মুহূর্তে তিনি ছোটপর্দায় অভিনয় করছেন না তবে সোশ্যাল মিডিয়ায় একটিভ রয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘Tolly Factz’ নামক এক ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রুতি দাস নিজের কিছু কথা শেয়ার করেন। আর এই সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, “তার কাছে পার্শ্ব চরিত্রের অনেক সুযোগ এসেছিল। তিনি অডিশনও দিয়েছিলেন। তার অডিশন পছন্দও হয়েছিল কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয়”।

অভিনেত্রী আরও জানান, “সবাই তাকে বলেন, তোমার চরিত্র পেলে তোমাকে কাস্ট করা হবে। তাদের উদ্দেশ্যে অভিনেত্রীর প্রশ্ন, তার মতো চরিত্র বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? তার তো দুটো হাত পা, দুটো চোখ সবই আছে। তাহলে তার মতো চরিত্র বলতে কি স্পেশাল কথা বলা হচ্ছে?  তবে শ্রুতি ভীষণভাবে আত্মবিশ্বাসী, তিনি আবার ফিরবেন ঠিক”।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here