অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য ছোটপর্দার জনপ্রিয় মুখ। ডিডি বাংলার ‘সীমারেখা’ ধারাবাহিকের হাত ধরে আত্মপ্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। একসময় ‘পটল কুমার গানওয়ালা’ ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকের প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন।
জয় কালী কলকাতা ওয়ালী, ময়ূরপঙ্খী, মোমপালক, জিয়ন কাঠি, মৌ এর বাড়ি মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ত্রমিলা ভট্টাচার্য। তার ক্যারিয়ার জীবনে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘একক দশক শতক’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘প্রতিক্ষা ভালোবাসা’ সহ একাধিক কিছু টিভি শো। যেগুলি ছোটপর্দায় রেকর্ড ভেঙ্গে দিয়েছিল।
অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য দর্শকমহলে প্রচুর প্রশংসা পেয়েছেন নিজের অভিনয়ের জন্য। বলাই বাহুল্য, তিনি একজন অসাধারণ অভিনেত্রী। তবে অধিকাংশ ধারাবাহিকেই তাকে নেগেটিভ চরিত্রে দেখা যায়। এই প্রসঙ্গেই এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে দেখা যায় অভিনেত্রীকে।
অভিনেত্রী জানান, “অনেকেই ভাবেন যারা নেগেটিভ রোল করেন তারা পজেটিভ চরিত্র করতে পারেন না, এই ধারনাটা একদম ভুল। আমি নেগেটিভ বা পজেটিভ হিসাবে চরিত্রটাকে দেখি না বরং যেকোনো চরিত্র করার আগে আমি সবসময় নিজেকে দিয়ে বিচার করি। বোঝার চেষ্টা করি যে আমি যে চরিত্রে অভিনয় করছি সেটা আমি আসলে নিজে হলে কী করতাম। যেকোনও চরিত্র খুব জাস্টিফাই করার চেষ্টা করি”।