সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু এখন জিতু কমল। আবারও ধারাবাহিকে ফিরছেন জিতু। ‘চিরদিনই তুমি যে আমার’ নিয়ে বিতর্কের সমাধান হলেও এবার আলচনার বিষয়ে উঠে এসেছে জিতুর ব্যাক্তিগত জীবনের পুরোনো অধ্যায়। এবার নতুন করে অভিনেতার জীবনে ঝড়।
জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাস সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন এড ওয়েস্টউইক এবং এমি জ্যাকসনের রেড কার্পেটের একটি রোম্যান্টিক ভিডিয়ো। সেই ভিডিয়োর উপর নবনীতার লেখা, “আমাকে পাওয়ার পরে আমিও চাই আমার মানুষটা এমন প্রতিক্রিয়াই দিক।”
নবনীতার পোস্টে মুহূর্তেই প্রশ্নের ঝড় নেটপাড়ায়। তবে কি জিতুর সাথে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে মন দিয়েছেন অভিনেত্রী? ২০১৯ সালে জিতু ও নবনীতা একসঙ্গে সংসার শুরু করেছিলেন।
কিন্তু বিয়ের কয়েক বছরের মাথায় দূরত্ব বাড়ে, ২০২৩ সালে আইনগতভাবে বিচ্ছেদ হয় জিতু নবনীতার। যদিও বিচ্ছেদের আসল কারণ কি ছিল তা জিতু নবনীতার কেউই কখনও প্রকাশ্যে আনেননি।
তবে কাকে উদ্দেশ্য করে নবনীতার এমন মন্তব্য তা নিয়ে বেজায় কৌতূহল দর্শকমহল।

