‘আজকের দিনটা সম্পূর্ণ…’, পায়েলের জন্মদিনে মিষ্টি পোস্ট স্বামী শিখরের

পায়েল দেব

ছোটপর্দার পরিচিত মুখ পায়েল দেব। আজ ৮ জুলাই, মঙ্গলবার অভিনেত্রীর শুভ জন্মদিন। টিভির পর্দায় একাধিক হিট ধারাবাহিকে কাজ করেছেন পায়েল। ২০২৪ সালে পাঞ্জাবি পাত্র শিখর টন্ডনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পায়েল। অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন শিখর। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

সম্প্রতি অভিনেত্রীর জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করলেন তার স্বামী। শিখর ও পায়েলের একটি ছবি পোস্ট করে শিখর লেখেন, ‘শুভ জন্মদিন, আমার ভালোবাসা! তোমার সঙ্গে প্রতিটা দিন উপহারের মতো মনে হয়, কিন্তু আজকের দিনটা সম্পূর্ণ তোমার জন্য। তোমার হাসি আমার পৃথিবীকে আলোকিত করে, তোমার দয়া তোমার চারপাশের সকলকে স্পর্শ করে এবং তোমার ভালোবাসা আমাকে বেঁচে থাকা মানুষদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি করে তোলে।’

শিখর আরও লেখেন, ‘প্রতিটা হাসি, প্রতিটা আলিঙ্গন, প্রতিটা শান্ত মুহূর্ত এবং আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া প্রতিটি অ্যাডভেঞ্চারের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তুমি যে অসাধারণ একজন নারী তা বলাই বাহুল্য। শুধু আজ নয়, প্রতিদিন এই অসাধারণ নারীকে উদযাপন করি। আমি তোমাকে শব্দের চেয়েও বেশি ভালোবাসি।’

পায়েলও এই পোস্টে কমেন্ট করে লিখেছেন, ‘সবকিছুর জন্য অনেক ধন্যবাদ.…। তোমাকে ভালোবাসি।’পোস্টটি শেয়ার হতেই ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Shikhar Tandon (@shikhartandon13)