সম্প্রতি গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যার ঘটনা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে নেটদুনিয়ায়। জানা যাচ্ছে, গত দেড় বছর ধরে শ্বশুরবাড়ির তরফে তাকে চাপ দেওয়া হচ্ছিল যেন তিনি নিজের মায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেন। লাগাতার মানসিক যন্ত্রনা সহ্য করতে না পেরেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন গায়িকা।
তবে সময়মতো হাসপাতালে ভর্তি ও চিকিৎসা পাওয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন দেবলীনা এবং বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় স্থিতিশীল। সম্প্রতি দেবলীনাকে ঘিরে আর একটি বিষয় সামনে এসেছে। এত বড় একটি শারীরিক ও মানসিক সংকটের মধ্যে দিয়ে যাওয়া সত্বেও দেবলীনাকে হাসপাতালে দেখতে আসেনি তার স্বামী প্রবাহ, এমনতাই দাবি গায়িকার পরিবারের।
দেবলীনা বেঁচে আছেন কি না, তার অবস্থা কেমন, কোথায় চিকিৎসা চলছে এসব বিষয়ে একবারও যোগাযোগ করেননি স্বামী প্রবাহ। আর এই বিষয়টি মানসিকভাবে ভেঙে দিয়েছে দেবলীনাকে।
দেবলীনাদের দিদি শর্মিষ্ঠা জানিয়েছেন, এই ঘটনার পর থেকে দেবলীনা প্রবল মানসিক ধাক্কায় রয়েছেন। প্রতি মুহূর্তে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বহু বছর ধরে যাঁকে ভালোবেসেছেন, সেই মানুষটি একবারও তার খোঁজ নেননি, এই সত্যটা তিনি মেনে নিতে পারছেন না। কেমন আছেন, কতটা সুস্থ হচ্ছেন, কবে বাড়ি ফিরতে পারবেন বা শরীরের কী কী ক্ষতি হয়েছে এসব নিয়ে কোনও আগ্রহ দেখানো হয়নি বলে পরিবারের অভিযোগ।
সম্পর্কের চাপ, একাকীত্ব এবং অবহেলা একজন মানুষকে কতটা গভীর অন্ধকারে ঠেলে দিতে পারে, যার জন্য আত্মহত্যার মত চরম সিদ্ধান্ত নিতেও দু’বার ভাবেননি দেবলীনা। আপাতত ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গায়িকা। কঠিন সময় কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে যাতে ফিরতে পারেন তেমনটাই কামনা গায়িকার অনুরাগীদের।

