
কিছুদিন আগে বলিউডের কাঁটা লাগা গার্ল তথা অভিনেত্রী শেফালি জারিওয়ালা আকস্মিক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল। অভিনেত্রী এখনো যেন বিশ্বাস করা যায় না। তার মৃত্যুর পর তার স্মৃতি আগলেই বেঁচে রয়েছেন স্বামী পরাগ।
স্ত্রী মারা যাওয়ার পর তাদের প্রথম বিবাহবার্ষিকী। শেফালি নেই, তবে তার স্বপ্ন পূরণের জন্য এবার বড় সিদ্ধান্ত নিলেন পরাগ। সম্প্রতি সেই বড় সিদ্ধান্তের কথা একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করলেন।
ভিডিও শেয়ার করে পরাগ বলেন, ‘২৭ জুনের দুর্ঘটনার কথা আপনাদের সকলেরই জানা। পরী (শেফালি) সবসময়ই একটা জিনিস চেয়েছিল, ওর নামে একটি ফাউন্ডেশন খোলা হোক। একটি স্বেচ্ছাসেবী সংস্থা খোলারও ইচ্ছে ছিল। যেখানে মেয়েদের শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ট্রেনিং দেওয়া হবে। মেয়েদের শিক্ষায় যাতে কোনও সমস্যা না হয়।’
শেফালির স্বামী আরও বলেন, ‘১২ অগস্ট আমাদের বিবাহবার্ষিকী ছিল। তাই আমি শেফালি জরিওয়ালা রাইজ় ফাউন্ডেশন ফর গার্লস এডুকেশন অ্যান্ড উইমেন এমপাওয়ারমেন্ট নামে একটি ফাউন্ডেশনের নাম রেজিস্ট্রেশন করিয়েছি। ইউটিউবেও একটি চ্যানেল শুরু করেছি। পরী এবং সিম্বার বাবা অর্থাৎ আমি প্রথম কোনও পডকাস্ট নিয়ে আসছি। মানুষের মনে অনেক প্রশ্ন ছিল, অনেক অভিযোগ ছিল। সবাই জানতে চেয়েছিল সেই দিন ঠিক কী হয়েছিল। আমি আমার পডকাস্টে আপনাদের সকলের সঙ্গে বিষয়টি শেয়ার করতে আসছি। ওই পডকাস্ট থেকে যে অর্থ আয় হবে, তা শেফালির নামে তৈরি ফাউন্ডেশনে যাবে। তাই আপনারা আমাদের ভালোবাসায় ভরিয়ে দিন, যেমনটা সবসময় দিয়ে এসেছেন।’ পরাগের এরকম সিদ্ধান্তে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা।
সূত্রঃ https://eisamay . com/entertainment/parag-tyagi-remembers-shefali-jariwala-launches-ngo-for-girls/200404686.cms