অপেক্ষার অবসান! অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন রাহুল

অভিনেতা রাহুল মজুমদার

দীর্ঘদিন প্রেম করার পর ২০২২ সালে বিয়ে সালে বিয়ে সারেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস এবং অভিনেতা রাহুল মজুমদার। দুজনেই বাংলা বিনোদন জগতের দুই জনপ্রিয় মুখ।

বিয়ের দুবছর পর সুখবর জানান তারা। আগস্ট মাসেই তাদের প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়। মেয়ের নাম রাখেন ‘আয়রা’। তবে জন্মের পর থেকে এখনো মেয়েকে সামনে আনেননি তারা। মাঝেমধ্যে মেয়ের ছবি শেয়ার করলেও মুখ আড়ালেই রেখেছেন। তবে অভিনেতা বরাবরই তার ভক্তদের আশ্বাস দিয়েছিলেন যে যথা সময়ে মেয়েকে সামনে আনবেন।

অবশেষে বেশিদিন ভক্তদের অপেক্ষা করালেন না তারা। অবশেষে ছোট্ট আয়রার সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিলেন রাহুল আর প্রীতি। অভিনেতা তাদের মেয়ের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন। ছবিতে দেখা যাচ্ছে ফ্লোরাল প্রিন্টের জামা এবং মাথায় টুপি পড়ে বাবার কেনা নতুন গাড়ির উপর বসে আছে ছোট  আয়রা।

ছবি পোস্ট করে রাহুল লেখেন,  ‘আমাদের আনন্দের এই ছোট্ট পুঁটলিটাকে মন প্রাণ খুলে স্বাগত জানাচ্ছি। আলাপ করুন ছোট্ট আয়রা মজুমদারের সঙ্গে।’