হৃতিক রোশন এবং সুজান খানের দুই ছেলে হৃহান ও হৃদান। বেশ অনেকবছরই হয়েছে হৃতিক- সুজানের বিচ্ছেদের। তারা আবার আলাদা করে সম্পর্কেও জড়িয়েছেন। যদিও আলাদা হওয়ার পর হৃহান ও হৃদান দুজনেই তাদের মা সুজানের কাছেই থাকেন। সেইসময় তারা অনেকটাই ছোট ছিল।
তবে বর্তমানে লাইম লাইটের জগতে বেশ নজর কাড়ে হৃতিক পুত্ররা। সম্প্রতি ডকুমেন্টরি সিরিজ ‘দ্য রোশানস’-এর সাফল্য উদ্যাপনে পরিবারের সঙ্গে দেখা গেল হৃতিক-সুজানের ছোটছেলে হৃদানকে। এদিনই নেটিজেনদের নজরে আসে তার হাঁটাচলা থেকে শুরু করে ভাব-ভঙ্গিমা এমনকি চুল ঠিক করার স্টাইলও। যা হুবাহু মিল খায় তার বাবা হৃতিকের সঙ্গে।
বাবার মত কি হৃদানও ফিরবে অভিনয় জগতে? যদিও বিনোদন জগত থেকে দুই ছেলেকে আড়ালেই রেখেছেন হৃতিক-সুজান। পরবর্তীতে কি তারা ফিরবে অভনয় জগতে?
এদিন তার হাসি মাখা মুখের ছবি দেখে অনেকেই মনে করছেন, অভিনয় জগতে ফিরলে মাত দেবে আজকের প্রজন্মের হিরোদের।