আশাকরি, হাওড়া ব্রিজ’ খ্যাত মোনালিসা পালকে আজও কেউ ভোলেননি। সঞ্চালিকা হিসাবে খ্যাতি পাওয়ার পর অভিনয় জগতে পা রাখেন তিনি। অভিনয় জগতে তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল ২০২২ সালে। সান বাংলার ‘নয়ন তারা’ ধারাবাহিকে। এরপর অভিনয় জগত থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন।
তার অভিনীত ধারাবাহিকের মধ্যে সবচেয়ে খ্যাতি পেয়েছিলেন ‘বোঝে না সে বোঝে না’, ‘কে আপন কে পর’ ধারাবাহিকের হাত ধরে। ২০২২ সালে নয়নতারা সিরিয়াল চলাকালীন মোনালিসা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পুত্র সন্তানকে বড় করার জন্যই অভিনয় থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।
তবে এবার অভিনেত্রীর নতুন উদ্যোগ। আবার কাজে ফিরছে মোনালিসা তবে একটু অন্যভাবে। কোনও বাংলা সিরিয়ালের ভিলেন হয়ে নয় বরং
মনোবিদ শ্রীময়ী তরফদার এবং মোনালিসা পাল শহর কলকাতায় করতে চলেছেন একটি আর্ট ওয়ার্কশপ, নাম ‘শক্তিরুপেণ’। এই ওয়ার্কশপেই নিজের মঞ্চে শেখা অভিনয়কে কাজে লাগাবেন মোনালিসা। আসলে মনকে একটু ভাল রাখার প্রচেষ্টা জন্যই এই উদ্যোগ তার।
মহিলাদের নিয়ে শুরু হচ্ছে। তবে পরবর্তীকালে নারী-পুরুষদের নিয়ে আরো নানা কাজ করার পরিকল্পনা রয়েছে মোনালিসা। মহালয়ের আগের দিন এই ওয়ার্কশপ হতে চলেছে।
দর্শক বরাবরই চেয়েছেন মোনালিসা পর্দায় ফিরুক। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, “এই ইন্ডাস্ট্রির কাছে আমি কৃতজ্ঞ। এতদিন বাদেও আমায় ভেলেননি কিছু মানুষ, এটাই আমার কাছে ভাললাগার, এখনও তেমন কোনও চরিত্র এলে আমাকে জানানো হয়। তবে এতদিন বিরতি নিলেও এবার আবার নতুন করে কাজ শুরু করার কথা ভাবছি এবং ভাল কাজ পেলে অবশ্যই আবার ফিরব।”