পুরী জগন্নাথ মন্দিরে কিভাবে যাবেন?

পুরী জগন্নাথ মন্দিরে কিভাবে যাবেন?

পুরীতে পৌঁছানোর জন্য, বিমান ভ্রমণ, ট্রেন বা রোড ট্রিপ যেকোনটাই বেছে নেওয়া যেতে পারে। আপনি কলকাতা ছাড়াও বাকি শহর থেকেও খুব শজেই পৌঁছে যেতে পারেন পুরী ভ্রমনে। সবার আগে জেনে নিন পুরী কোথায় অবস্থিত, পাশাপাশি সহজে পুরী পৌঁছানর জন্য আপনাদের সুবিধার্থে আজকের আর্টিকেলে রইল যাতায়াতের কিছু সহজ উপায়। সেগুলি নীচে আলোচনা করা হল-

পুরী যাওয়ার রুট (Route to Puri) 

উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর থেকে পুরী শহরটি ৬০ কিমি দূরে অবস্থিত। পাশাপাশি ভ্রমণপিপাসু মানুষের কাছে পুরী বলতে ট্রেনে যাত্রা বেশি পছন্দের। ট্রেনে যাত্রা কেবল সাশ্রয়ী নয়, আনন্দদায়কও বটে। পুরী একটি প্রধান রেলওয়ে জংশন এবং দেশের সমস্ত প্রধান শহরের সাথে সু-সংযুক্ত।

আপনি ফ্লাইটেও পুরী যেতে পারেন। কলকাতা থেকে আপনাকে ফ্লাইটে ভুবনেশ্বর যেতে হবে এবং সেখান থেকে বাস করে পুরী যেতে হবে।

কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য বাস অথবা ট্রেনের সুবিধা রয়েছে। কলকাতা থেকে পুরী যাওয়ার জন্য এখন অনেক বাসের পরিষেবা দেওয়া হয়েছে এবং আপনি বাসে ভ্রমণ করতে চান তাহলে আপনার পুরী যেতে সময় লাগবে ১০ ঘণ্টার মতো। এসি বাসের সুবিধা রয়েছে।

আকাশপথে পুরী জগন্নাথ মন্দির যাত্রাঃ 

রুটের নাম

দূরত্ব সময়

বিমানবন্দর

হায়দ্রাবাদ থেকে পুরী

820 কিমি 1 ঘন্টা 30 মিনিট যেহেতু পুরীতে কোন সরাসরি ফ্লাইট নেই কারণ এটিতে বিমানবন্দর নেই। তবে নিকটতম বিমানবন্দরটি ভুবনেশ্বরে – বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর।

 

কলকাতা থেকে পুরী 406 কিমি 1 ঘন্টা 15 মিনি কলকাতা এয়ারপোর্ট থেকে পুরী জগন্নাথ এক্সপ্রেসে সরাসরি ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর (পুরী রেলওয়ে স্টেশন), সেখান থেকে ৬০ কিমি দুরত্বে পুরী।
চেন্নাই থেকে পুরী 960 কিমি 1 ঘন্টা 45 মিনিট চেন্নাই ইন্টার ন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর।পুরী রেলওয়ে স্টেশন থেকে পুরী যাওয়ার অনেক বিকল্প আছে।
দিল্লি থেকে পুরী 1,311 কিমি 2 ঘন্টা 10 মিনিট দিল্লি এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে ৬০ কিমি দুরত্বে পৌঁছে যান পুরী।

 

ব্যাঙ্গালোর থেকে পুরী 1,161 কিমি 2 ঘন্টা 5 মিনিট বেশ কিছু স্বনামধন্য এয়ারলাইন্স বর্তমানে বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বর পর্যন্ত যাতায়াতের ব্যবস্থা করেছে। এর মধ্যে কয়েকটি হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাসা এয়ার, ভিস্তারা, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো।
আহমেদাবাদ থেকে পুরী 1,416 কিমি  2 ঘন্টা 15 মিনিট আহমেদাবাদ থেকে ফ্লাইট রুটে সরাসরি পৌঁছে যান ভুবনেশ্বরের নিকটতম বিমানবন্দর হল বিজু পট্টনায়ক বিমানবন্দরে, সেখান থেকে পুরী যাওয়ার যেকোন বিকল্প উপায় পেয়ে যেতে পারেন।

 

মুম্বই থেকে পুরী 1,360 কিমি 2 ঘন্টা 20 মিনিট মুম্বাই (BOM) থেকে ভুবনেশ্বর বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যান, সেখান থেকে যেকোন গাড়িতে সরাসরি পৌঁছে যান পুরী।

 

ট্রেনে পুরী জগন্নাথ মন্দির যাত্রাঃ 

রুটের নাম

দূরত্ব সময় ট্রেন
হায়দ্রাবাদ থেকে পুরী 1,098 কিমি 18 ঘন্টা 22 মিনিট হায়দ্রাবাদ থেকে পুরীতে সরাসরি কোনো ট্রেন নেই। আপনি ভুবনেশ্বর যাওয়ার জন্য একটি ট্রেন এবং তারপরে একটি সংযোগকারী ট্রেন বা একটি বাসে পুরী পৌঁছতে পারেন।
কলকাতা থেকে পুরী 500 কিমি 7 ঘন্টা 40 মিনিট কলকাতা থেকে পুরী ট্রেন ভাড়া খুব একটা বেশি নয় বলে অনেকেই ট্রেনপথকেই বেছে নেয়। কলকাতার হাওড়া কিংবা শিয়ালদা জংশন থেকে সুপারফাস্ট এবং এক্সপ্রেস ট্রেনে সরাসরি পৌঁছে যেতে পারেন পুরী।

 

চেন্নাই থেকে পুরী 1,247 কিমি 21 ঘন্টা 20 মিনিট চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে সরাসরি পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে যেতে পারেন।

 

দিল্লি থেকে পুরী 1,858 কিমি  30 ঘন্টা 45 মিনিট নয়াদিল্লি থেকে পুরী যাওয়ার দ্রুততম ট্রেন হল পুরুষোত্তম এক্সপি, নীলাঞ্চল এক্সপি।
ব্যাঙ্গালোর থেকে পুরী 1,520 কিমি 29 ঘন্টা ব্যাঙ্গালোর থেকে পুরী যাওয়ার দ্রুততম ট্রেনটি হল দুরন্ত এক্সপ্রেস, এটি বেঙ্গালুরু (SMVB) থেকে ভুবনেশ্বর (BBS) এ পৌঁছায়। সেখান থেকে যেকোন বিকল্প রাস্তা ধরে পৌঁছাতে পারেন পুরী। এছাড়াও রয়েছে গুয়াহাটি এক্সপি।

 

আহমেদাবাদ থেকে পুরী 2,277 কিমি 1 দিন 11 ঘন্টা আহমেদাবাদ থেকে পুরী পর্যন্ত দ্রুততম ট্রেন হল 20824 AII PURI SF EXP । এছাড়াও রয়েছে 22973 GIMB PURI SUP ট্রেনটি, যা খুব তাড়াতাড়ি সহজে আপনার পুরী ভ্রমণের জন্য সেরা।
মুম্বই থেকে পুরী 1,848 কিমি 33 ঘন্টা মুম্বাই থেকে পুরী যাওয়ার সবচেয়ে সস্তা ট্রেন হল 22865 LTT PURI এক্সপ্রেস। ট্রেনটি মুম্বাই CSTM থেকে সরাসরি পুরী পৌঁছায়।

 

 

সড়কপথে পুরী জগন্নাথ মন্দির যাত্রাঃ 

রুটের নাম

দূরত্ব সময় আরো তথ্য
হায়দ্রাবাদ থেকে পুরী 1,051 কিমি  

17 ঘন্টা 45 মিনিট

 

হায়দ্রাবাদ থেকে পুরী পর্যন্ত সরাসরি কোনো বাস নেই। বাসরুটে আপনি ভুবনেশ্বর, ব্রহ্মপুর, ইচ্ছাপুরম এবং চত্রপুরে যেতে পারেন যেখান থেকে আপনি পুরীতে সংযোগকারী বাসে যেতে পারেন।

 

কলকাতা থেকে পুরী 505 কিমি 10 ঘন্টা কলকাতা থেকে মুম্বইগামী জাতীয় সড়ক পথ (পুরোনো নম্বর ৬) ধরে খড়গপুর। সেখান থেকে চেন্নাইগামী জাতীয় সড়ক (পুরোনো নম্বর ৫) ধরে বেলদা, দাঁতন, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, পিপলি, সাক্ষীগোপাল হয়ে পুরী পৌছাতে পারেন।
চেন্নাই থেকে পুরী 1,227 কিমি 17 ঘন্টা 52 মিনিট NH 316 হল ভুবনেশ্বর পুরী রুট বরাবর একটি উন্নত হাইওয়ে। NH 316 এর আগে NH 203 ছিল, যারা গাড়িতে পুরী পৌছাতে চাইছেন তারা এই সড়কপথ ধরেই পুরী পৌঁছতে পারবেন সহজেই।
দিল্লি থেকে পুরী 1,868 কিমি 1 দিন 6 ঘন্টা নিজস্ব গাড়িতে কিংবা ভাড়া গাড়িতে করে NH19 এবং NH16 হাইওয়েতে যেতে পারেন। সেক্ষেত্রে রাস্তার অবস্থার উপর নির্ভর করে প্রায় ২৪-২৬ ঘন্টা কিংবা তার বেশি সময়ও লেগে যেতে পারে পুরী পৌঁছাতে।
ব্যাঙ্গালোর থেকে পুরী 1,434 কিমি 26 ঘন্টা ব্যাঙ্গালোর থেকে পিলেরু বাস, বাঁশকান্দি বাস, ইনামহঙ্গল বাস ইত্যাদি একাধিক বাস রয়েছে পুরী পৌঁছানর জন্য। এছারাও গাড়িতে আপনি ভুবনেশ্বর হয়েও পুরী পৌছাতে পারেন।

 

আহমেদাবাদ থেকে পুরী 1,760 কিমি 1 দিন 11 ঘন্টা আহমেদাবাদ থেকে সড়ক পথে পুরী পৌঁছাতে রয়েছে একাধিক বাস পরিষেবা। কিংবা নিজস্ব গাড়ি ভাড়া করেও সহজে পৌছে যেতে পারেন পুরী ধাম।

 

মুম্বই থেকে পুরী 1,722 কিমি 1 দিন 6 ঘন্টা মুম্বইগামী জাতীয় সড়ক পথ (পুরোনো নম্বর ৬) ধরে খড়গপুর, সেখান থেকে চেন্নাইগামী জাতীয় সড়ক (পুরোনো নম্বর ৫) ধরে বেলদা, দাঁতন, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর, পিপলি, সাক্ষীগোপাল হয়ে পুরী পৌছাতে পারেন।