মহাকালেশ্বর মন্দিরে কিভাবে যাবেন?

মহাকালেশ্বর মন্দিরে কিভাবে যাবেন?

মধ্যপ্রদেশের প্রানকেন্দ্র উজ্জয়িনী শহরটিত যার অন্যতম প্রধান আকর্ষণ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর মহাকালের দর্শন পেতেই লক্ষ লক্ষ শিবভক্তের সমাগম হয় এই মন্দিরে। আপনিও যদি মহাকালেশ্বর মন্দিরে যেতে চান তাহলে আপনাদের সুবিধামত ফ্লাইট, ট্রেন কিংবা সড়কপথে সহজেই পৌঁছে যেতে পারেন উজ্জয়িনী শহরে। সেক্ষেত্রে বিভিন্ন শহর থেকে কিভাবে আপনারা উজ্জয়নী শহরের মহাকালেশ্বর মন্দিরে পৌঁছাতে পারেন তা নিয়েই আজকের আলোচনা।

উজ্জয়িনী যাওয়ার রুট (Route to Ujjain) 

বিমানপথে- কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি পৌঁছে যান ইন্দোর বিমান বন্দরে। এরপর ইন্দোর এয়ারপোর্ট থেকে যেকোন গাড়িতে কিংবা বাসে পৌঁছে যেতে পারেন উজ্জয়িনী। আর সেখানেই দর্শন করে নিন মহাকাল জ্যোতির্লিঙ্গের।

ট্রেনপথে- ট্রেন পথে যেতে চাইলে সরাসরি উজ্জয়িনী জংশনে নামুন, এরপর স্টেশন থেকে (২ কিলোমিটার দুরত্ব) যেকোন গাড়িতে পৌঁছে যান মহাকালেশ্বর মন্দিরে।

সড়কপথে- উজ্জয়িনী শহরটি বাকি অন্যান্য শহররে পাবলিক ট্রান্সপোর্টের সাথে খুব ভালোভাবে সংযুক্ত। তাই নিজস্ব গাড়িতে হোক বা বাসে, যেকোন ভাবেই পৌঁছে যেতে পারেন মহাকালের মন্দিরে।

আকাশপথে মহাকালেশ্বর মন্দির যাত্রাঃ  

রুটের নামদূরত্বসময়
দিল্লি থেকে উজ্জয়িনী620 কিমি1 ঘন্টা 35 মিনিট
হায়দ্রাবাদ থেকে উজ্জয়িনী706 কিমি1 ঘন্টা 30 মিনিট
ব্যাঙ্গালোর থেকে উজ্জয়িনী1,154 কিমি2 ঘন্টা
পুনে থেকে উজ্জয়িনী555 কিমি1 ঘন্টা 10 মিনিট
মুম্বই থেকে উজ্জয়িনী547 কিমি1 ঘন্টা 20 মিনিট
আগ্রা থেকে উজ্জয়িনী494 কিমি5 ঘন্টা 50 মিনিট
উদয়পুর থেকে উজ্জয়িনী262 কিমি2 ঘন্টা 52 মিনিট
আহমেদাবাদ থেকে উজ্জয়িনী320 কিমি1 ঘন্টা 10 মিনিট
জয়পুর থেকে উজ্জয়িনী415 কিমি1 ঘন্টা 35 মিনিট
বারাণসী থেকে উজ্জয়িনী771 কিমি18 ঘন্টা
কলকাতা থেকে  উজ্জয়িনী1,297 কিমি2 ঘন্টা 25 মিনিট
চণ্ডীগড় থেকে উজ্জয়িনী840 কিমি1 ঘন্টা 45 মিনিট
গুরগাঁও থেকে উজ্জয়িনী600 কিমি1 ঘন্টা 35 মিনিট
চেন্নাই থেকে উজ্জয়িনী1,218 কিমি2 ঘন্টা 15 মিনিট
যোধপুর থেকে উজ্জয়িনী467 কিমি1 ঘন্টা 30 মিনিট

 

ট্রেন পথে মহাকালেশ্বর মন্দির যাত্রাঃ 

রুটের নামদূরত্বসময়
দিল্লি থেকে উজ্জয়িনী745 কিমি10 ঘন্টা 30 মিনিট
ইন্দোর থেকে উজ্জয়িনী62 কিমি1 ঘন্টা 15 মিনিট
হায়দ্রাবাদ থেকে উজ্জয়িনী1,278 কিমি19 ঘন্টা 15 মিনিট
ব্যাঙ্গালোর থেকে উজ্জয়িনী1,833 কিমি32 ঘন্টা 25 মিনিট
পুনে থেকে উজ্জয়িনী890 কিমি15 ঘন্টা 50 মিনিট
মুম্বই থেকে উজ্জয়িনী757 কিমি10 ঘন্টা 10 মিনিট
আগ্রা থেকে উজ্জয়িনী687 কিমি11 ঘন্টা 44 মিনিট
উদয়পুর থেকে উজ্জয়িনী400 কিমি9 ঘন্টা 40 মিনিট
আহমেদাবাদ থেকে উজ্জয়িনী492 কিমি7 ঘন্টা 50 মিনিট
জয়পুর থেকে উজ্জয়িনী526 কিমি8 ঘন্টা 05 মিনিট
বারাণসী থেকে উজ্জয়িনী1,064 কিমি20 ঘন্টা 45 মিনিট
কলকাতা থেকে উজ্জয়িনী1,640 কিমি1 দিন 4 ঘন্টা 20 মিনিট
চণ্ডীগড় থেকে উজ্জয়িনী949 কিমি11 ঘন্টা 15 মিনিট
গুরগাঁও থেকে উজ্জয়িনী748 কিমি7 ঘন্টা
চেন্নাই থেকে উজ্জয়িনী1,677 কিমি1 দিন 3 ঘন্টা 40 মিনিট
যোধপুর থেকে উজ্জয়িনী832 কিমি13 ঘন্টা 50 মিনিট

 

সড়কপথে মহাকালেশ্বর মন্দির যাত্রাঃ 

রুটের নামদূরত্বসময়
দিল্লি থেকে উজ্জয়িনী832 কিমি14 ঘন্টা
ইন্দোর থেকে উজ্জয়িনী55 কিমি1 ঘন্টা 30 মিনিট
হায়দ্রাবাদ থেকে উজ্জয়িনী1,046 কিমি18 ঘন্টা 43 মিনিট
ব্যাঙ্গালোর থেকে উজ্জয়িনী1,521 কিমি25 ঘন্টা 15 মিনিট
পুনে থেকে উজ্জয়িনী681` কিমি12 ঘন্টা 30 মিনিট
মুম্বই থেকে উজ্জয়িনী637 কিমি11 ঘন্টা 52 মিনিট
আগ্রা থেকে উজ্জয়িনী664 কিমি12 ঘন্টা 36 মিনিট
উদয়পুর থেকে উজ্জয়িনী368 কিমি6 ঘন্টা 55 মিনিট
আহমেদাবাদ থেকে উজ্জয়িনী442 কিমি7 ঘন্টা 47 মিনিট
কলকাতা থেকে উজ্জয়িনী1,663 কিমি1 দিন 2 ঘন্টা 44 মিনিট
গুরগাঁও থেকে উজ্জয়িনী805 কিমি13 ঘন্টা 43 মিনিট