মধ্যপ্রদেশের প্রানকেন্দ্র উজ্জয়িনী শহরটিত যার অন্যতম প্রধান আকর্ষণ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। আর মহাকালের দর্শন পেতেই লক্ষ লক্ষ শিবভক্তের সমাগম হয় এই মন্দিরে। আপনিও যদি মহাকালেশ্বর মন্দিরে যেতে চান তাহলে আপনাদের সুবিধামত ফ্লাইট, ট্রেন কিংবা সড়কপথে সহজেই পৌঁছে যেতে পারেন উজ্জয়িনী শহরে। সেক্ষেত্রে বিভিন্ন শহর থেকে কিভাবে আপনারা উজ্জয়নী শহরের মহাকালেশ্বর মন্দিরে পৌঁছাতে পারেন তা নিয়েই আজকের আলোচনা।
উজ্জয়িনী যাওয়ার রুট (Route to Ujjain)
বিমানপথে- কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি পৌঁছে যান ইন্দোর বিমান বন্দরে। এরপর ইন্দোর এয়ারপোর্ট থেকে যেকোন গাড়িতে কিংবা বাসে পৌঁছে যেতে পারেন উজ্জয়িনী। আর সেখানেই দর্শন করে নিন মহাকাল জ্যোতির্লিঙ্গের।
ট্রেনপথে- ট্রেন পথে যেতে চাইলে সরাসরি উজ্জয়িনী জংশনে নামুন, এরপর স্টেশন থেকে (২ কিলোমিটার দুরত্ব) যেকোন গাড়িতে পৌঁছে যান মহাকালেশ্বর মন্দিরে।
সড়কপথে- উজ্জয়িনী শহরটি বাকি অন্যান্য শহররে পাবলিক ট্রান্সপোর্টের সাথে খুব ভালোভাবে সংযুক্ত। তাই নিজস্ব গাড়িতে হোক বা বাসে, যেকোন ভাবেই পৌঁছে যেতে পারেন মহাকালের মন্দিরে।
আকাশপথে মহাকালেশ্বর মন্দির যাত্রাঃ
রুটের নাম | দূরত্ব | সময় | আরো তথ্য |
---|---|---|---|
দিল্লি থেকে উজ্জয়িনী | 620 কিমি | 1 ঘন্টা 35 মিনিট | দিল্লি এয়ারপোর্ট থেকে সরাসরি ইন্দোরে বিমানবন্দরে পৌঁছালে আপনি খুব অল্প সময়ের মধ্যেই উজ্জয়িনীতে পৌঁছাতে পারবেন। এই রুটের প্রধান বিমান সংস্থাগুলি হল এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, এয়ারএশিয়া, ইন্ডিগো ইত্যাদি। ফ্লাইটে দিল্লি থেকে ইন্দোরে পৌঁছতে মাত্র 1 ঘণ্টা 35 মিনিট লাগে এবং তারপর ইন্দোর থেকে যেকোন গাড়িতে উজ্জয়িনী পৌঁছতে 1 ঘণ্টা মত সময় লাগে। |
হায়দ্রাবাদ থেকে উজ্জয়িনী | 706 কিমি | 1 ঘন্টা 30 মিনিট | হায়দ্রাবাদের নিকটতম রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দেবী অহিল্যা বাই হোলকার বিমানবন্দর, ইন্দোর পোঁছে যেতে হবে। এরপর ইন্দোর থেকে মাত্র ৫৫ কিমি দুরত্বে উজ্জয়িনী শহর। |
ব্যাঙ্গালোর থেকে উজ্জয়িনী | 1,154 কিমি | 2 ঘন্টা | ব্যাঙ্গালোরের নিকটতম বিমানবন্দর হল কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, সেখান থেকে উজ্জয়নের নিকটতম বিমানবন্দর যা ইন্দোরে অবস্থিত। সেখান থেকে যেকোন গাড়িতে কিংবা ট্রেনপথে পোঁছে যেতে পারেন উজ্জয়িনী। |
পুনে থেকে উজ্জয়িনী | 555 কিমি | 1 ঘন্টা 10 মিনিট | পুনে থেকে বিমানপথে খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া সম্ভব ইন্দোর। যেখান থেকে গাড়ি কিংবা ট্রেন বুক করে পৌঁছে যেতে পারেন উজ্জয়িনী শহরে। |
মুম্বই থেকে উজ্জয়িনী | 547 কিমি | 1 ঘন্টা 20 মিনিট | মুম্বাই এয়ারপোর্ট থেকে ইন্দোর বিমানবন্দর, সেখান থেকে ৫৫ কিমি দুরত্বে যেকোন গাড়িতে পোঁছাতে পারেন উজ্জয়িনী। |
আগ্রা থেকে উজ্জয়িনী | 494 কিমি | 5 ঘন্টা 50 মিনিট | আগ্রা বিমানবন্দর, যা খেরিয়া বিমানবন্দর নামেও পরিচিত। সেখান থেকে ইন্দোর এয়ারপোর্ট, তারপর ইন্দোর থেকে উজ্জয়িনী পৌঁছতে ১ ঘণ্টা লাগে। |
উদয়পুর থেকে উজ্জয়িনী | 262 কিমি | 2 ঘন্টা 52 মিনিট | মহারানা প্রতাপ বিমানবন্দর হল উদয়পুরের প্রধান বিমানবন্দর, সেখান থেকে ইন্দোর এয়ারপোর্ট, ইন্দোর থেকে ঘন্টাখানেকের দুরত্বেই উজ্জয়িনী। যেখানে বাবা মহাকালের অধিষ্ঠান। |
আহমেদাবাদ থেকে উজ্জয়িনী | 320 কিমি | 1 ঘন্টা 10 মিনিট | মহাকালের দর্শন পেতে আহমেদাবাদ বিমানবন্দর থেকে ইন্দোর বিমানবন্দর, তারপর ইন্দোর থেকে যেকোন গাড়িতে উজ্জয়িনী পৌঁছতে 1 ঘণ্টা মত সময় লাগে। |
জয়পুর থেকে উজ্জয়িনী | 415 কিমি | 1 ঘন্টা 35 মিনিট | জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মাত্র ১ ঘন্টা ৩৫ মিনিটের দুরত্বে রয়েছে ইন্দোর বিমানবন্দর। সেখান থেকে কয়েক ঘন্টার ব্যবধানে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির। |
বারাণসী থেকে উজ্জয়িনী | 771 কিমি | 18 ঘন্টা | বারাণসী থেকে সরাসরি ফ্লাইটে ইন্দোর এয়ারপোর্ট, সেখান থেকে যেকোন গাড়িতে কিংবা ট্রেনপথে পোঁছে যেতে পারেন উজ্জয়িনী শহরের মহাকালেশ্বর মন্দিরে। |
কলকাতা থেকে উজ্জয়িনী | 1,297 কিমি | 2 ঘন্টা 25 মিনিট | কলকাতা এয়ারপোর্ট থেকে ২ ঘন্টা ২৫ মিনিটের দুরত্বে রয়েছে ইন্দোর বিমানবন্দর। আর সেখান থেকে ঘন্টাখানেকের দুরত্বেই উজ্জয়িনী। |
চণ্ডীগড় থেকে উজ্জয়িনী | 840 কিমি | 1 ঘন্টা 45 মিনিট | চণ্ডীগড়ের শহীদ ভগত সিং ইন্টারন্যাশেনাল এয়ারপোর্ট থেকে সরাসরি দেবী অহিল্যা বাই হোলকার বিমানবন্দর, ইন্দোর পোঁছে যেতে হবে। এরপর ইন্দোর থেকে মাত্র ৫৫ কিমি দুরত্বে উজ্জয়িনী শহর। যেখানে স্বয়ং মহাকাল বিরাজমান। |
গুরগাঁও থেকে উজ্জয়িনী | 600 কিমি | 1 ঘন্টা 35 মিনিট | গুরগাঁও থেকে যারা মহাকালের দর্শন করতে উজ্জয়িনী যেতে চান তারা বিমান পথে পৌঁছে যেতে পারেন ইন্দোর, সেখান থেকে যেকোন গাড়িতে কিংবা ট্রেনপথে পোঁছে যেতে পারেন উজ্জয়িনী। |
চেন্নাই থেকে উজ্জয়িনী | 1,218 কিমি | 2 ঘন্টা 15 মিনিট | চেন্নাই বিমানবন্দর থেকে ইন্দোর বিমানবন্দর পর্যন্ত আকাশপথের যা দূরত্ব তা মাত্র ২ ঘন্টা কয়েক মিনিটেই অতিক্রম করা যায়। ইন্দোর থেকে যেকোন গাড়িতে উজ্জয়িনী পৌঁছতে 1 ঘণ্টা মত সময় লাগে। |
যোধপুর থেকে উজ্জয়িনী | 467 কিমি | 1 ঘন্টা 30 মিনিট | যোধপুর সিভিল এয়ারপোর্ট থেকে সরাসরি দেবী অহিল্যা বাই হোলকার বিমানবন্দর, ইন্দোর পোঁছে যেতে হবে। তারপর ইন্দোর থেকে যেকোন গাড়িতে উজ্জয়িনী পৌঁছতে 1 ঘণ্টা মত সময় লাগে। |
ট্রেন পথে মহাকালেশ্বর মন্দির যাত্রাঃ
রুটের নাম | দূরত্ব | সময় | আরো তথ্য |
---|---|---|---|
দিল্লি থেকে উজ্জয়িনী | 745 কিমি | 10 ঘন্টা 30 মিনিট | উজ্জয়িনীর রেলওয়ে স্টেশনটি শহরের প্রধান রেলপথ এবং এটি দেশের অন্যান্য অংশের সাথে সু-সংযুক্ত। তাই প্রথমে দিল্লি রেলওয়ে থেকে থেকে ইন্দোরে পৌঁছাতে পারেন এবং তারপরে উজ্জয়িনী পৌঁছানোর জন্য যেকোন গাড়ি নিতে পারেন। অথবা প্রথমে ভোপাল পৌঁছাতে পারেন এবং তারপরে গাড়িতে উজ্জয়িনী পৌঁছাতে পারেন। মহাকালেশ্বর মন্দির উজ্জয়ন রেলওয়ে স্টেশন থেকে সড়কপথে মাত্র ২ কিমি দূরে। |
ইন্দোর থেকে উজ্জয়িনী | 62 কিমি | 1 ঘন্টা 15 মিনিট | ইন্দোর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১ ঘন্টা কয়েক মিনিটেই পৌঁছে যাওয়া যায় উজ্জয়িনী জংশনে। সেখান থেকে মাত্র ২ কিমি দুরত্বেই রয়েছে মহাকালেশ্বর মন্দির। |
হায়দ্রাবাদ থেকে উজ্জয়িনী | 1,278 কিমি | 19 ঘন্টা 15 মিনিট | হায়দ্রাবাদ থেকে সরাসরি ট্রেনে উজ্জয়িনী জংশন, উজ্জয়িনী থেকে ২ কিমি দুরত্বেই মহাকালেশ্বর মন্দির |
ব্যাঙ্গালোর থেকে উজ্জয়িনী | 1,833 কিমি | 32 ঘন্টা 25 মিনিট | ব্যাঙ্গালোর থেকে যেসমস্ত দর্শনার্থীরা বাবা মহাকালের দর্শন করতে চাইছেন তারা ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন বুক করে পৌঁছে যান উজ্জয়িনী জংশন। যেখানে স্বয়ং বাবা মহাকালের অধিষ্ঠান। |
পুনে থেকে উজ্জয়িনী | 890 কিমি | 15 ঘন্টা 50 মিনিট | পুনে থেকে উজ্জয়নের প্রথম ট্রেন হল 22943 DAUND INDORE EX । পুনে জংশন থেকে ট্রেনে ১৫ ঘন্টা ৫০ মিনিটের দুরত্বে পোঁছে যেতে পারেন উজ্জয়িনী জংশন। উজ্জয়িনী স্টেশন থেকে সড়কপথে ২ কিমি দুরত্বেই মহাকালের মন্দির। |
মুম্বই থেকে উজ্জয়িনী | 757 কিমি | 10 ঘন্টা 10 মিনিট | মুম্বাইয়ের বিভিন্ন স্টেশন যেখান থেকে সরাসরি যে কেউ নিজের গন্তব্যে পোঁছাতে পারেন। যেমন- বান্দ্রা টার্মিনাস (বিডিটিএস), বোরিভালি (বিভিআই), মুম্বাই সেন্ট্রাল (এমএমসিটি), প্যানভেল (পিএনভিএল), কারজাত (কেজেটি), পালঘর (পিএলজি), কল্যাণ জং (কাইন)। উজ্জয়ন জংশন থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন মহাকাল দর্শনে। |
আগ্রা থেকে উজ্জয়িনী | 687 কিমি | 11 ঘন্টা 44 মিনিট | আগ্রা থেকে উজ্জয়ন ট্রেন রুটে কিছু জনপ্রিয় সাপ্তাহিক ট্রেন হল 14318 – DDN INDB EXP,12942,MEXAL1980- CDG INDB EXP। যা ১১ ঘন্টা ৪৪ মিনিটের মধ্যেই উজ্জয়িনী জংশনে পৌঁছে দিতে পারে। |
উদয়পুর থেকে উজ্জয়িনী | 400 কিমি | 9 ঘন্টা 40 মিনিট | মহাকালের শহরে মহাকালের দর্শন পেতে উদয়পুর থেকে ট্রেনে ৪০০ কিমি অতিক্রম করলেই পোঁছে যেতে পারেন উজ্জয়িনী জংশন। সেখান থেকে ২ কিমি দুরত্বে রয়েছে মহাকালেশ্বর মন্দির। |
আহমেদাবাদ থেকে উজ্জয়িনী | 492 কিমি | 7 ঘন্টা 50 মিনিট | 19167 Sabarmati EXP হল আহমেদাবাদ থেকে উজ্জয়নের দ্রুততম ট্রেন। উজ্জয়নে পৌঁছতে এই ট্রেনটি ৭ ঘন্টা ৫০ মিনিট সময় নেয়। |
জয়পুর থেকে উজ্জয়িনী | 526 কিমি | 8 ঘন্টা 05 মিনিট | জয়পুর থেকে আসা দর্শনার্থীরা সরাসরি ট্রেনে পৌঁছে যান উজ্জয়িনী জংশন। যেখানে স্বয়ং মহাকাল বিরাজমান। |
বারাণসী থেকে উজ্জয়িনী | 1,064 কিমি | 20 ঘন্টা 45 মিনিট | বারাণসী থেকে প্রায় ২০ ঘন্টা ৪৫ মিনিটের দুরত্ব অতিক্রম করলেই পৌঁছে যেতে পারেন উজ্জয়িনী শহর। এখান থেকেই বাবা মহাকালের দর্শন পেতে পারেন। |
কলকাতা থেকে উজ্জয়িনী | 1,640 কিমি | 1 দিন 4 ঘন্টা 20 মিনিট | কলকাতা থেকে উজ্জয়িনী যেতে প্রায় ১ দিন ৪ ঘন্টা মত সময় লেগে যেতে পারে। উজ্জয়িনী থেকে ২ কিমি দুরত্বেই মহাকালেশ্বর মন্দির। |
চণ্ডীগড় থেকে উজ্জয়িনী | 949 কিমি | 11 ঘন্টা 15 মিনিট | চণ্ডীগড় থেকে ট্রেনপথে উজ্জয়িনী পৌঁছাতে প্রায় ১১ ঘন্টা কয়েক মিনিট লাগতে পারে। এই রুটের প্রথম ট্রেনটি হল UHL INDB EXP। |
গুরগাঁও থেকে উজ্জয়িনী | 748 কিমি | 7 ঘন্টা | গুরগাঁও থেকে উজ্জয়িনে সরাসরি কোনো ট্রেন নেই। IFFCO চক থেকে ছেড়ে যাওয়া এবং নয়াদিল্লি হয়ে উজ্জয়নে পৌঁছানোর পরিষেবা রয়েছে৷ |
চেন্নাই থেকে উজ্জয়িনী | 1,677 কিমি | 1 দিন 3 ঘন্টা 40 মিনিট | চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে উজ্জয়িনী জংশন পৌঁছানর জন্য রয়েছে একাধিক ট্রেন পরিষেবা। যা আপনাকে সরাসরি উজ্জয়িনী পৌঁছে দেবে। উজ্জয়িনী থেকে ২ কিমি দুরত্বেই মহাকালেশ্বর মন্দির। |
যোধপুর থেকে উজ্জয়িনী | 832 কিমি | 13 ঘন্টা 50 মিনিট | যোধপুর জংশন থেকে একটি সরাসরি ট্রেন ছাড়ে যা উজ্জয়ন জংশন পৌঁছে দেয়। তাও মাত্র ১৩ ঘন্টা ৫০ মিনিটে। উজ্জয়িনী স্টেশন থেকে যে কোন গাড়িতে ঘন্টাখানেকের দুরত্বেই মহাকালের পবিত্র ধাম। |
সড়কপথে মহাকালেশ্বর মন্দির যাত্রাঃ
রুটের নাম | দূরত্ব | সময় | আরো তথ্য |
---|---|---|---|
দিল্লি থেকে উজ্জয়িনী | 832 কিমি | 14 ঘন্টা | নিজস্ব গাড়িতে দিল্লি থেকে আগ্রা হয়ে গোয়ালিয়র পৌঁছান, সেখান থেকে গুনা, মনহর থানা পেরিয়ে পৌঁছে যান উজ্জয়িনী। এক্ষেত্রে বাস পরিষেবাও রয়েছে এই রুটে। |
ইন্দোর থেকে উজ্জয়িনী | 55 কিমি | 1 ঘন্টা 30 মিনিট | ইন্দোর থেকে মাত্র ঘন্টা খানেকের দুরত্বে যে কোন গাড়ি বুক করেই উজ্জয়িনী পৌঁছাতে পারেন। |
হায়দ্রাবাদ থেকে উজ্জয়িনী | 1,046 কিমি | 18 ঘন্টা 43 মিনিট | হায়দ্রাবাদ থেকে নিজস্ব গাড়িতে কিংবা বাস বুকিং করেও উজ্জয়িনী পৌঁছাতে পারেন। |
ব্যাঙ্গালোর থেকে উজ্জয়িনী | 1,521 কিমি | 25 ঘন্টা 15 মিনিট | বেঙ্গালুরু থেকে উজ্জয়ন পর্যন্ত কেএসআরটিসি দ্বারা পরিচালিত বাস পরিষেবা সহজেই পাওয়া যায়। যা আপনাকে উজ্জয়িনী শহরে পৌঁছে দেবে। |
পুনে থেকে উজ্জয়িনী | 681` কিমি | 12 ঘন্টা 30 মিনিট | পুনে থেকে শিরডি হয়ে মালেগাও, সেখান থেকে মহেশ্বর হয়ে ইন্দোর পৌঁছাতে পারেন, ইন্দোর থেকে উজ্জয়িনী আসতে ঘন্টাখানেক সময় লাগতে পারে। |
মুম্বই থেকে উজ্জয়িনী | 637 কিমি | 11 ঘন্টা 52 মিনিট | মুম্বাই থেকে নিজস্ব গাড়িতে হোক কিংবা বাসে, কসারা বুদ্রুক থেকে মালেগাও হয়ে মহেশ্বর পৌঁছে যান। সেখান থেকে ইন্দোর হয়ে পৌঁছে যান উজ্জয়িনী। যেখানে বাবা মহাকালের অধিষ্ঠান। |
আগ্রা থেকে উজ্জয়িনী | 664 কিমি | 12 ঘন্টা 36 মিনিট | গাড়িতে কিংবা বাসে আগ্রা থেকে গুনা হয়ে মনোহর থানা, সেখান থেকে ২ ঘন্টার দুরত্বে উজ্জয়িনী শহর। |
উদয়পুর থেকে উজ্জয়িনী | 368 কিমি | 6 ঘন্টা 55 মিনিট | উদয়পুর থেকে গাড়িতে মাত্র ৭ ঘন্টার দুরত্বে রয়েছে উজ্জয়িনী শহর। |
আহমেদাবাদ থেকে উজ্জয়িনী | 442 কিমি | 7 ঘন্টা 47 মিনিট | আহমেদাবাদ থেকে সরাসরি উজ্জয়িনী পৌঁছানর জন্য বাস পরিষেবা রয়েছে। যা ৮ ঘন্টার দুরত্বে পৌঁছে দেবে উজ্জয়িনী। |
কলকাতা থেকে উজ্জয়িনী | 1,663 কিমি | 1 দিন 2 ঘন্টা 44 মিনিট | কলকাতা থেকে গাড়ি বুক করে যেতে পারেন উজ্জয়িনী। আবার বাস পরিষেবাও রয়েছে উজ্জয়িনী শহরে পৌঁছানর জন্য। |
গুরগাঁও থেকে উজ্জয়িনী | 805 কিমি | 13 ঘন্টা 43 মিনিট | গুরগাঁও থেকে উজ্জয়িনে সরাসরি কোনো বাস নেই। ফ্লিক্সবাস গুরুগ্রাম থেকে ছেড়ে যাওয়া এবং পিঙ্ক সিটি গেস্ট হাউস এবং ইন্দোর হয়ে উজ্জয়িনী চারধাম মন্দিরে পৌঁছানোর পরিষেবা রয়েছে৷ |