জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত শৈব তীর্থক্ষেত্র হল অমরনাথ মন্দির। বাবা বারফানির দর্শন পেতে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষায় থাকেন। তবে অমরনাথ যাওয়ার বেস্ট রুটগুলি জানেন কি? কলকাতা ছাড়াও বাকি শহর গুলো থেকে অমরনাথ মন্দিরে কিভাবে যাবেন? সম্পূর্ণ তথ্য রইল আজকের আলোচনায়।
জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার ভূ-পৃষ্ট থেকে ১৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত অমরাথ। দীর্ঘ পথে হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায় এই পবিত্র গুহায়। লিডার ভ্যালির শেষ প্রান্তে অবস্থিত অমরানথ গুহায় পৌঁছনোর সেই রাস্তাও যছেষ্ট দুর্গম। আর এই অমরনাথ মন্দির পৌঁছানর দুটি রুট রয়েছে-
১. পাহলগাম রুটঃ এই রুটের পথ দীর্ঘ, প্রায় ৪৭ কিমি দুরত্বে রয়েছে এই মন্দির।
২. বালতাল রুটঃ এই রুটের পথ দীর্ঘ না হলেও বেজায় দুর্গম ও খাড়াই। প্রায় ১৪ কিমি দুরত্বে রয়েছে এই মন্দির।
আকাশপথে অমরনাথ মন্দির যাত্রাঃ
রুটের নাম
দূরত্ব
সময়
আরো তথ্য
দিল্লি থেকে অমরনাথ মন্দির
643 কিমি
1 ঘন্টা 30 মিনিট
অমরনাথের নিকটতম বিমানবন্দর হল শ্রীনগর। ফ্লাইটে দিল্লি এয়ারপোর্ট থেকে শ্রীনগর বিমানবন্দর। শ্রীনগর থেকে যেকোন গাড়ি ভাড়া করে পৌঁছে যান পহলগাম বা বালতাল বেস ক্যাম্পে, সেখান থেকে সরাসরি অমরনাথ যাত্রা শুরু করতে পারেন।
কলকাতা থেকে অমরনাথ মন্দির
1,923 কিমি
11 ঘন্টা 35 মিনিট
কলকাতা এয়ারপোর্ট থেকে সরাসরি শ্রীনগর বিমানবন্দর, সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান পহলগাম বা বালতাল বেস ক্যাম্পে, পাহলগাম থেকে অমরনাথ মন্দির প্রায় ৪৭ কিমি দূরে। অন্যদিকে বালতাল বেস ক্যাম্প থেকে ১৫ কিমি দুরত্বে রয়েছে এই মন্দির।
মুম্বাই থেকে অমরনাথ মন্দির
1,713 কিমি
2 ঘন্টা 25 মিনিট
মুম্বাই থেকে অমরনাথ মন্দিরের সরাসরি কোনো যোগাযোগ নেই। মুম্বাই এয়ারপোর্ট থেকে শ্রীনগর। সেখান থেকে গাড়িতে পৌঁছে যান পাহলগাম কিংবা বালতাল বেস ক্যাম্পে। পাহলগাম থেকে ৪৭ কিমি দুরত্বেই রয়েছে অমরনাথ।
ব্যাঙ্গালোর থেকে অমরনাথ মন্দির
2,442 কিমি
7 ঘন্টা 50 মিনিট
ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে শ্রীনগর বিমানবন্দর। সেখান থেকে গাড়িতে পৌঁছে যান পাহলগাম কিংবা বালতাল বেস ক্যাম্পে। পাহলগাম থেকে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন।
চেন্নাই থেকে অমরনাথ মন্দির
2,492 কিমি
8 ঘন্টা 10 মিনিট
চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সরাসরি শ্রীনগর বিমানবন্দর। সেখান থেকে সোজা পাহলগাম হয়ে কিংবা বালতাল হয়ে অমরনাথের উদ্দেশ্য পাড়ি দিতে পারেন।
হায়দ্রাবাদ থেকে অমরনাথ মন্দির
2,000 কিমি
6 ঘন্টা 20 মিনিট
হায়দ্রাবাদ (Rajiv Gandhi International Airport) থেকে ফ্লাইটে শ্রীনগর বিমানবন্দর। সেখান থেকে ৮৮ কিলোমিটার দুরত্বে পাহলগাম, সেখান থেকে ৪৭ কিমি দুরত্বেই রয়েছে অমরনাথ।
আহমেদাবাদ থেকে অমরনাথ মন্দির
1,315 কিমি
২ ঘন্টা ১০ মিনিট
আহমেদাবাদ বিমানবন্দর থেকে (Sardar Vallabh Bhai Patel International Airport) শ্রীনগর বিমানবন্দর। সেখান থেকে গাড়িতে পৌঁছে যান পাহলগাম কিংবা বালতাল বেস ক্যাম্পে। পাহলগাম থেকে ৪৭ কিমি দুরত্বেই রয়েছে অমরনাথ।
পুনে থেকে অমরনাথ মন্দির
1,801 কিমি
7 ঘন্টা 32 মিনিট
পুনে বিমানবন্দর থেকে ফ্লাইটে শ্রীনগর বিমানবন্দর। সেখান থেকে গাড়িতে পাহলগাম কিংবা বালতাল বেস ক্যাম্প। এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা।
জয়পুর থেকে অমরনাথ মন্দির
889 কিমি
4 ঘন্টা 50 মিনিট
জয়পুর (Jaipur International Airport) বিমানবন্দর থেকে শ্রীনগর বিমানবন্দর। শ্রীনগর পৌঁছে গাড়িতে চলে যান পাহলগাম কিংবা বালতাল বেস ক্যাম্পে, এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা।
চণ্ডীগড় থেকে অমরনাথ মন্দির
660 কিমি
4 ঘন্টা 54 মিনিট
চণ্ডীগড় (Shaheed Bhagat Singh International Airport) বিমানবন্দর থেকে শ্রীনগর বিমানবন্দর। শ্রীনগর পৌঁছে গাড়িতে চলে যান পাহলগাম কিংবা বালতাল বেস ক্যাম্পে, এখান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা।
ট্রেনে অমরনাথ মন্দির যাত্রাঃ
রুটের নাম
দূরত্ব
সময়
আরো তথ্য
দিল্লি থেকে অমরনাথ মন্দির
736 কিমি
12 ঘন্টা
অমরনাথে সরাসরি কোন ট্রেন নেই। নিকটতম স্টেশন জম্মু, অমরনাথ থেকে ১৭৮ কিলোমিটার দূরে। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম পৌঁছানোর জন্য কেউ যেকোন গাড়ি ভাড়া করতে পারেন। পাহলগাম থেকে অমরনাথ মন্দির প্রায় ৪৭ কিমি দূরে।
কলকাতা থেকে অমরনাথ মন্দির
1,923 কিমি
37 ঘন্টা
অমরনাথ যাত্রার জন্য নিকটতম রেলওয়ে স্টেশন হল জম্মু তাউই রেলওয়ে স্টেশন, অমরনাথ থেকে ১৭৮ কিলোমিটার দূরে অবস্থিত। জম্মু তাউই থেকে অমরনাথ যাত্রার সূচনা পয়েন্ট পহলগাম বা বালতাল বেস ক্যাম্পে পৌঁছে যান।
মুম্বাই থেকে অমরনাথ মন্দির
1,753 কিমি
30 ঘন্টা 40 মিনিট
অমরনাথ যাত্রার জন্য নিকটতম রেলওয়ে স্টেশন হল জম্মু তাউই রেলওয়ে স্টেশন। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া করতে পারেন। বালতাল থেকে, অমরনাথ পৌঁছাতে ১-২ দিনের পথ (১৫ কিমি)।
ব্যাঙ্গালোর থেকে অমরনাথ মন্দির
1,150 কিমি
57 ঘন্টা
ব্যাঙ্গালোর থেকে অমরনাথ পর্যন্ত সরাসরি কোনো ট্রেন নেই। সেক্ষেত্রে ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন Bangalore Cy Jn (SBC) থেকে পৌঁছে যেতে হবে অমরনাথ যাত্রার নিকটতম রেলওয়ে স্টেশন হল জম্মু তাউই রেলওয়ে স্টেশন। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া করতে পারেন।
চেন্নাই থেকে অমরনাথ মন্দির
1,104 কিমি
20 ঘন্টা
চেন্নাই নিকটস্থ রেলওয়ে স্টেশন থেকে সরাসরি পৌঁছে যান জম্মু তাউই রেলওয়ে স্টেশন। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম হয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন।
হায়দ্রাবাদ থেকে অমরনাথ মন্দির
756 কিমি
12 ঘন্টা 40 মিনিট
হায়দ্রাবাদ Begampet (BMT) রেলওয়ে স্টেশন থেকে সরাসরি পৌঁছে যান জম্মু তাউই রেলওয়ে স্টেশন। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম হয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন।
আহমেদাবাদ থেকে অমরনাথ মন্দির
1,618 কিমি
27 ঘন্টা 10
আহমেদাবাদ থেকে জম্মু যাওয়ার প্রথম ট্রেন হল GNC JAT EXP (19223), জম্মু থেকে, বালতাল বা পাহলগাম হয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন।
পুনে থেকে অমরনাথ মন্দির
1,801 কিমি
7 ঘন্টা 32 মিনিট
পুনে চন্দননগর CHANDANAGAR (CDNR) রেলওয়ে স্টেশন থেকে জম্মু তাউই রেলওয়ে স্টেশন। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম। সেখান থেকে ৪৭ কিমি দুরত্বেই রয়েছে অমরনাথ।
জয়পুর থেকে অমরনাথ মন্দির
975 কিমি
17 ঘন্টা
জয়পুর রেলওয়ে স্টেশন থেকে জম্মু তাউই রেলওয়ে স্টেশন। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম। তারপরেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
চণ্ডীগড় থেকে অমরনাথ মন্দির
539 কিমি
15 ঘন্টাgj
চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকে জম্মু তাউই রেলওয়ে স্টেশন। জম্মু থেকে, বালতাল বা পাহলগাম পৌঁছানোর জন্য কেউ যেকোন গাড়ি ভাড়া করতে পারেন। পাহলগাম থেকে অমরনাথ মন্দির প্রায় ৪৭ কিমি দূরে।
সড়কপথে অমরনাথ মন্দির যাত্রাঃ
রুটের নাম
দূরত্ব
সময়
আরো তথ্য
দিল্লি থেকে অমরনাথ মন্দির
905 কিমি
19 ঘন্টা 25 মিনিট
সড়কপথে যেতে হলে সবার প্রথমে পৌঁছে যেতে হবে জম্মু, সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন পাহেলগাম। সেখান থেকেই শুরু অমরনাথ যাত্রা।
কলকাতা থেকে অমরনাথ মন্দির
2,458 কিমি
45 ঘন্টা
আপনি ভারতের যে প্রান্ত থেকেই আসুন না কেন, সড়কপথে সবার প্রথমে জম্মু পৌঁছতে হবে। জম্মু থেকে ৩ কি.মি দূরে ভগবতীনগর অমরনাথ যাত্রী নিবাস হয়ে যে কোন দুটো রুট বেছে নিতে পারেন। একটি পহেলগাম হয়ে এবং অপরটি বালতাল হয়ে। পহেলগাম হয়ে গেলে যেতে হবে প্রায় ৩২ কিমি পথে পায়ে হেঁটে কিন্তু বালতাল হয়ে গেলে যেতে হবে মাত্র ১৪ কি.মি। বালতাল হয়ে গেলে পথ অনেকটা কম মনে হলেও এই রাস্তা পহেলগাম থেকে অনেকটাই খাঁড়া এবং অনেক চড়াই উৎরাই পেরিয়ে আপনাকে পৌঁছতে হবে অমরনাথ মন্দির।
মুম্বাই থেকে অমরনাথ মন্দির
2,163 কিমি
42 ঘন্টা
সড়ক পথে জন্মু থেকে ৮ থেকে ৯ ঘন্টার দুরত্বে পৌঁছে যান পাহালগাম, অন্যদিকে বালতাল যেতে সময় লাগে প্রায় ১০ থেকে ১১ ঘন্টা। সেখান থেকে হাটা পথে কিংবা হেলিকপ্টার ভাড়া করেও পৌছাতে পারেন অমরনাথ মন্দির।
ব্যাঙ্গালোর থেকে অমরনাথ মন্দির
3,073 কিমি
55 ঘন্টা
সড়কপথে যেতে হলে সবার প্রথমে পৌঁছে যেতে হবে জম্মু, সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন পাহেলগাম। সেখান থেকেই শুরু অমরনাথ যাত্রা। যার দুটি ভাগ রয়েছে। একটি হল পহেলগাও বা সোনমার্গ হয়ে, অন্যটি বালতাল হয়ে। এখান থেকে তীর্থযাত্রীরা (পায়ে হেঁটে) হেলিকপ্টারে চেপেও মন্দিরে পৌঁছতে পারেন। তবে হেলিকপ্টার বালতাল থেকে পঞ্চতার্নি পর্যন্ত চলে। যেখান থেকে মন্দিরের দুরত্ব মাত্র ৬ কিলোমিটার।
চেন্নাই থেকে অমরনাথ মন্দির
3,095 কিমি
58 ঘন্টা
সড়কপথে সবার প্রথমে জম্মু পৌঁছতে হবে। সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন পাহেলগাম বা বালতাল বেসক্যাম্প। আর সেখান থেকেই শুরু অমরনাথ মন্দিরের যাত্রা।
হায়দ্রাবাদ থেকে অমরনাথ মন্দির
2,468 কিমি
50 ঘন্টা
সড়কপথে সবার প্রথমে জম্মু পৌঁছতে হবে। সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন পাহেলগাম বা বালতাল বেসক্যাম্প। আর সেখান থেকেই শুরু অমরনাথ মন্দিরের যাত্রা।
আহমেদাবাদ থেকে অমরনাথ মন্দির
1,640 কিমি
33 ঘন্টা
সড়কপথে যেতে হলে সবার প্রথমে পৌঁছে যেতে হবে জম্মু, সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন পাহেলগাম। সেখান থেকেই শুরু অমরনাথ যাত্রা। যার দুটি ভাগ রয়েছে। একটি হল পহেলগাও বা সোনমার্গ হয়ে, অন্যটি বালতাল হয়ে। এখান থেকে তীর্থযাত্রীরা (পায়ে হেঁটে) হেলিকপ্টারে চেপেও মন্দিরে পৌঁছতে পারেন। তবে হেলিকপ্টার বালতাল থেকে পঞ্চতার্নি পর্যন্ত চলে। যেখান থেকে মন্দিরের দুরত্ব মাত্র ৬ কিলোমিটার।
পুনে থেকে অমরনাথ মন্দির
2,312 কিমি
44 ঘন্টা
পুনে থেকে জন্মু হয়ে আনুমানিক ২৮০ কিমি দুরত্বের মধ্যেই পরে পাহলগাম। আর সেখান থেকে প্রায় ৪৭ কিমি হাটাপথে পৌঁছে যান অমরনাথ মন্দির।
জয়পুর থেকে অমরনাথ মন্দির
1,117 কিমি
22 ঘন্টা 27 মিনিট
সড়কপথে সবার প্রথমে জম্মু পৌঁছতে হবে। সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন পাহেলগাম বা বালতাল বেসক্যাম্প। আর সেখান থেকেই শুরু অমরনাথ মন্দিরের যাত্রা।
চণ্ডীগড় থেকে অমরনাথ মন্দির
666 কিমি
16 ঘন্টা
সড়কপথে যেতে হলে সবার প্রথমে পৌঁছে যেতে হবে জম্মু, সেখান থেকে যেকোন গাড়িতে পৌঁছে যেতে পারেন পাহেলগাম। সেখান থেকেই শুরু অমরনাথ যাত্রা।