বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা। তাকে চেনে না মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা। তার ভাল নাম সন্দীপ সাহা। তার প্রত্যেকটা ভিডিওর চর্চা হয় নেট দুনিয়ায়। অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়।
অনুরাগীদের কাছে তিনি শুধু স্যান্ডি নয়, নাইটি বউদি হিসেবেও বেশ জনপ্রিয়। গত কয়েক বছরে বাঙালি নেটিজেনদের কাছে স্যান্ডি সাহা মানেই একরাশ বিনোদন আর একগুচ্ছ বিতর্ক।
তবে এসব কিছুর পিছনে তার ব্যবসায়িক মাথার তারিফ না করলেই নয়। ইউটিউব, ফেসবুক এবং ছোট পর্দার পরিচিত মুখ স্যান্ডির বর্তমান ইনকাম এবং আর্থিক প্রতিপত্তি কিন্তু নজর কাড়ার মতো। জানেন কি সোশ্যাল মিডিয়া থেকে মাসে কত টাকা রোজগার করে স্যান্ডি?
ইউটিউবে তার কয়েক লক্ষ সাবস্ক্রাইবার এবং ফেসবুকে কয়েক মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইউটিউব ও ফেসবুকের বিজ্ঞাপন থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আয় করেন তিনি। নামী-দামী ব্র্যান্ডের প্রচার ও কোলাবরেশনের জন্য তিনি লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে স্যান্ডি জানালেন সোশাল মিডিয়া থেকে কত টাকা আয় তার? স্পষ্টভাবে কিছু না জানালেও স্যান্ডি বলেন, সোশাল মিডিয়া থেকে কখনও দেড় লাখ, কখনও আট লাখ। বহুদিন আগে হত যখন ফেসবুক আমাকে যা দিত তা চারটে আইফোন ১৭ প্রো ম্যাক্সের দামের সমান। এই মুহূর্তে আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ লাখ ৪৯ হাজার টাকা থেকে।
এখানেই শেষ নয়, ‘এমটিভি রোডিজ’থেকে শুরু করে বিভিন্ন বাংলা ধারাবাহিকে (যেমন: ‘বসন্ত বিলাপ মেসবাড়ি’) অভিনয় এবং সঞ্চালনার কাজ তার আয়ের ঝুলি আরও ভর্তি করেছে।
জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কের মুখে পড়া স্যান্ডির নিত্য দিনের সঙ্গী। এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আজ বাংলার অন্যতম শীর্ষ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি।

