সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা আয় করেন সুকান্ত-অনন্যা? জানলে অবাক হবেন

সুকান্ত কুণ্ডু

সোশ্যাল মিডিয়া জুড়ে অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর প্রেমচর্চা প্রায়শই দেখে থাকে দর্শক। নিত্যদিনের খুঁটিনাটি নিয়ে রিলস বানিয়ে থাকেন এই জুটি। অনন্যা পেশায় একজন অভিনেত্রী অন্যদিকে সুকান্ত পেশায় একজন ইঞ্জিনিয়ার। মাসিক বেশ মোটা টাকার মাইনে অনন্যার বড়লোকিয়া বরের। চাকরির সাথে সোশ্যাল মিডিয়া থেকেও ভালো উপার্জনের পথ বেছে নিয়েছেন এই জুটি। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে কত টাকা উপার্জন করা সম্ভব তাও জানালেন সুকান্ত- অনন্যা।

সম্প্রতি টাইমশ নাও খবরের আড্ডায় নানা কথা শেয়ার করার সাথে সাথে সুকান্ত জানালেন সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে উপার্জন করে জীবনে এগিয়ে যাওয়া যায়। সুকান্তর কথায়, ‘ইনফ্লুয়েন্সার হওয়ার আগে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখনও আমি চাকরি করি, সারা মাস ধরে অফিসে যতটা পরিশ্রম করতে হয়, সেখানে যদি কারোর প্রোফাইল ভালো থাকে তাহলে একদিনে একটা রিল বানিয়ে তুমি সারা মাসের মাইনে তুলে নিতে পারো। এমন ৪ টে রইল বানালে চার মাসের মাইনে চারটে রইল থেকেই পেতে পার।’