
আমেদাবাদ ফ্লাইট বিপর্যয়ের ঘটনার পর ভয়ে শিউরে উঠছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। ব্যতিক্রম নন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় গায়িকা শিল্পী দেবলীনা নন্দী। তার জীবনসঙ্গী এয়ারইন্ডিয়ার এয়ারক্র্যাফ্ট পাইলট। তাই এই ঘটনার পর স্বামীকে নিয়ে চিন্তিত তিনি।
সম্প্রতি এই সময়ের সাক্ষাৎকারে কলম ধরলেন গায়িকা দেবলীনা। এই সংবাদমাধ্যমে তিনি লেখেন, “বৃহস্পতিবার যখন দুর্ঘটনাটি ঘটেছে, আমি শুটিংয়ে বাইরে ছিলাম। প্রবাহই আমায় প্রথম ফোন করে খবরটা দেয়। বলে, খুব খারাপ একটা খবর আছে। আসলে ওই ক্যাপ্টেন আর প্রবাহ একই সংস্থায় কর্মরত। যদিও তিনি ছিলেন প্রবাহর থেকে সিনিয়র। তবে সকলেরই মুখ চেনা। বাড়ি ফিরে যখন পুরোটা জানতে পারি, কেমন যেন শিউরে উঠেছিলাম। অথচ প্রবাহ কিন্তু আমাদের কাউকে কিছু বুঝতেই দিচ্ছে না। জানি ও ভাবছে, ওরও কষ্ট হচ্ছে, তবে ওই যে পেশার প্রতিশ্রুতি। এই ভয় পরিবারের সামনে দেখানোর নয়।”
তিনি আরও লেখেন, “অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। কারণ, আমি অপেক্ষা করে বসে থাকি, কখন প্রবাহ আমায় মেসেজ করবে। প্রবাহের মা টেনশনে আমায় বারবার ফোন করতে থাকেন—‘কী রে কিছু জানতে পারলি? কোনও খবর দিল?’ তাই ও পৌঁছে আমাদের দু’জনকে একসঙ্গেই মেসেজ করে দেয়। জীবন যে অনিশ্চিত, সে কথা তো সকলেরই জানা। তবু অন্যের কষ্টের কথা ভেবেও যে কখনও এতটা যন্ত্রণা হতে পারে, এটা তীব্র ভাবে অনুভব করছি। তাই যাঁরা কাছের মানুষদের হারিয়েছেন, তাঁদের কথা ভাবতে গিয়েও মনে হচ্ছে এমনটা যেন আর কখনও না শুনতে হয়। মাঝেমধ্যেই ওকে এয়ারপোর্টে ছাড়তে যাই। কিন্তু আজ যে কেন এমন হচ্ছে জানি না। কতবার যে বলেছি আজ না গেলে হয় না। তার পরেই নিজেকে বোঝালাম, ওটা প্রবাহর কাজের জায়গা।ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রান্তে ঘুরতে হয় ওকে। তাই বাড়ি থেকে কাছে হোক বা দূরে, যেখানেই ও যাক, চিন্তা একইরকম হতে থাকে আমার। সত্যি বলতে এখনও গলা কাঁপছে। এই জন্যই হয়তো বলে, জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা উচিত। আগামিকাল কী হবে তা কেউ জানে না।”
সূত্রঃ https : //eisamay . com/entertainment/singer-debolina-nandy-shares-her-feelings-for-husband-who-is-working-as-a-pilot