নতুন অভিনেত্রীর সঙ্গে কেমন জমল সন্তুর? ‘শিরীনকে আমি অনেকদিন ধরেই চিনি…’, মুখ খুললেন অভিনেতা তন্ময় মজুমদার

অভিনেতা তন্ময় মজুমদার

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা চরিত্রে এখন দেখা যাচ্ছে নবাগতা শিরীন পালকে। দিতিপ্রিয়া রায়ের জায়গায় এখন ঝাড়গ্রামের এই মেয়ে। মাত্র এক সপ্তাহ হয়েছে তাকে অপর্ণা হিসাবে দেখছেন দর্শক। ইতিমধ্যে ৭০ শতাংশ মানুষের মন জয় করে নিয়েছে শিরীন। আগামীদিনে নিশ্চয়ই বাকিদেরও মন জয় করে নেবে ২১ বছরের এই নায়িকা।

এতদিন সেটে দিতিপ্রিয়া সকলের সাথে ভাব জমিয়ে নিয়েছিল। সেখানে আচমকাই নতুন নায়িকা। ভাব জমল বাকিদের সাথে? এই প্রসঙ্গেই এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে ধারাবাহিকের সন্তু অর্থাৎ তন্ময় মজুমদার জানান, ‘শিরীনকে আমি অনেকদিন ধরেই চিনি। মঞ্চে ওর অভিনয়ও দেখেছি। ভীষণ ভালো অভিনেত্রী। ধারাবাহিকে যে সুযোগটা ও পেয়েছে, নিশ্চয়ই খুব ভালো কাজ করবে। সবচেয়ে বড় কথা, থিয়েটারের অভিনেত্রী তো তাই ওর মধ্যে আলাদা একটা অভিনয়ের খিদেও রয়েছে।’

নতুন নায়িকার কাজের পরিবেশ তৈরি করা নিয়ে তন্ময় বলেন,  ‘সহ-অভিনেতা, অভিনেত্রীকে শুটিংয়ে ভালো পরিবেশ তৈরি করে দেওয়াই সবচেয়ে বড় কাজ। আমাদের টিমের সকলে খুবই ভালো। তাই আশা করি শিরীনের একবারের জন্যও মনে হবে না যে ও নতুন। সবাই ওকে খুবই ভালোবাসে আর ওর কাজের প্রশংসাও করছে।’