মাত্র আট মাসের মাথায় টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে ‘মালা বদল’ ধারাবাহিকটি। সম্প্রচার শেষ হয়েছে দেড় মাস হল। ধারাবাহিকের মুখ্য চরিত্রে ছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। শুটিং শেষে অবসর সময় কেমন কাটাচ্ছেন অভিনেতা?
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেতা বলেন, ‘পর পর কাজ করতে আমি এমনিতেও পছন্দ করি না। একটু বিরতি নিয়ে কাজ করাতেই আমি বিশ্বাসী। তা ছাড়া ঘুরতে যাওয়া আমার নেশা। তাই এই সময়টা ছেলেকে সময় দিচ্ছি। বাড়ির অনেক কাজ থাকে সেটা করছি।’
আইপিএল-এর মরসুমে কোনও নতুন ধারাবাহিক আনতে চায় না চ্যানেল কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছেন বিশ্বজিৎ। এত অল্প সময়ে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় কি মন খারাপ অভিনেতার?
ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বলে কোনও আক্ষেপ নেই অভিনেতার। এই প্রসঙ্গে বিশ্বজিৎ বলেন, ‘আমার এখন মনে হয় দর্শক সহজ কাহিনি দেখতে ভালবাসেন না। আমাদের গল্পটা ছিল খুব সাদামাঠা। কোনও কুটিলতা, রহস্য— কিছুই ছিল না। তাই হয়তো দর্শকের মনে ধরল না।’ আপাতত ভালো কাজের অপেক্ষায় রয়েছেন অভিনেতা।