একসময় চলচ্চিত্র জগতে দাপিয়ে কাজ করলেও আজ আর পর্দায় দেখা মেলেনা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জপ্রিয় অভিনেত্রী রমা গুহ কে। বয়সজনিত কারনেই আজ পর্দার আড়ালে বর্ষীয়ান অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে কথায়, কেমন আছেন অভিনেত্রী? সম্প্রতি কোন এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার করুন পরিস্থিতির কথা। অভিনেত্রীর কথায় জানা যায়, একটা সময় তার স্বামীর চাকরি চলে গিয়েছিল আর তখন থেকে আজ পর্যন্ত নিজে একা হাতে সংসার চালিয়ে যাচ্ছেন তিনি।
এক কথায় অভিনেত্রীর একার দায়িত্বেই চলছে তার গোটা সংসার। অভিনেত্রী নিজের দায়িত্বে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন। অতি কষ্টে নিজের একটা ফ্ল্যাটও কিনেছেন তিনি। বর্তমানে মেয়ে স্বামী সন্তান নিয়ে আসানসোলে থাকায় ফ্ল্যাটে অভিনেত্রী ও তার স্বামীর গোছানো সংসার।