বিবাহিত জীবনে চরম অসুখী! অসুস্থ স্ত্রীকে নিয়ে কিভাবে দিন কেটেছে অভিনেতা কৌশিক ব্যানার্জির?

 কৌশিক ব্যানার্জি

বিনোদন জগতে পার্শ্বচরিত্র হোক কিংবা খল চরিত্র সবেতেই দর্শকের মন ছুঁয়েছেন অভিনেতা কৌশিক ব্যানার্জী। অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে তিনি। পর্দায় সাফল্য লাভ করলেও ব্যাক্তিগত জীবন সুখের ছিল না অভিনেতার।

১৯৮৪ সালে প্রথমবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন গায়ক শ্যামল মিত্রের কন্যা মনোবীণা মিত্রের সঙ্গে। তাদের একটা পুত্র সন্তানও রয়েছে যার নাম সুস্নাতু। দীর্ঘ ১২ বছর সংসার করার পর সম্পর্কে ইতি টানেন অভিনেতা কৌশিক ব্যানার্জী। শোনা যায়, সাংসারিক ঝামেলার কারণ তো ছিলই সেই সাথে অভিনেতার প্রাক্তন স্ত্রী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এমনকি তাকে মেন্টাল এসাইলামেও রাখা হয়।

পরবর্তীতে অভিনেত্রী লাবনী সরকারকে ভালোবেসে বিয়ে করেন কৌশিক। বর্তমানে স্ত্রী এবং পুত্র সুস্নাতকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেতা।

একটা সময় ‘দাদার কীর্তি’,‘লাঠি’, ‘আপন পর’,‘মিনিস্টার ফাটাকেষ্ট’- সহ একাধিক সিনেমায় কাজ করেছেন কৌশিক। তবে বেশিরভাগ ভিলেনের চরিত্রেই অভিনয় করেছেন। শুধু ভিলেন চরিত্রেই নয় ইতিবাচক চরিত্রেই অভিনেতার অভিনয় দর্শকের মন ছুঁয়েছে।