পিলু এনে দিয়েছে তুমুল জনপ্রিয়তা! জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন মেঘা?

অভিনেত্রী মেঘা দাঁ

ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকে প্রথম অভিনয় জীবনে সুযোগ পেয়েছিলেন অভিনেত্রী মেঘা দাঁ। যাকে আপনরা পিলু নামে চেনেন। ‘পিলু’ ধারাবাহিক বদলে দিয়েছে তার ক্যারিয়ার। তাকে অভিনয় দেখে বোঝা যায়নি এটি তার প্রথম ধারাবাহিক ছিল।

ধারাবাহিকে তার সাবলীল অভিনয় অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নেয়। ধারাবাহিক শেষ হয়ে গেছে বহুদিন আগেই তবে পিলুকে আজও সমানভাবে ভালোবাসেন ছোটপর্দার দর্শকেরা। যদিও বর্তমানে অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন এই অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ তিনি।

আজ ছোটপর্দার পিলু ওরফে মেঘার শুভ জন্মদিনে। খুব ধুমধামভাবে নয়, আপনজনদের সঙ্গে কেক কেটেই জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। মধ্যেরাত থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা এসেছে অনুরাগীদের কাছ থেকে। ইন্ডাস্ট্রির বন্ধু-বান্ধবরাও মেঘাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। সবমিলিয়ে এত ভালোবাসা পেয়ে আপ্লুত মেঘ।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here