‘কতটা সাহস একটা ছবি মুখ থুবড়ে পড়ার পর আবার নতুন করে ছবি তৈরি করার কথা ভাবছি’, বললেন অভিনেত্রী তনিমা সেন

তনিমা সেন

বাংলা টেলিভিশনের দুনিয়ায় একজন নামকরা অভিনেত্রী হলেন তনিমা সেন। একজন থিয়েটার শিল্পী হিসাবে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে একের পর এক ছবি ও ধারাবাহিকে কাজ করে গেছেন অভিনেত্রী। পর্দায় বেশিরভাগ কমেডি চরিত্রেই দেখা গেছে অভিনেত্রীকে।

অভিনয় ছাড়াও তনিমা দেবী একজন লেখিকা এবং পরিচালক। কিছু সময় আগেই পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। তবে প্রথম ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় ছবি প্রসঙ্গে সেভাবে কোন কথা হয়নি।

অভিনেত্রীর পরিচালনায় আবার কবে নতুন ছবি আসতে চলেছে এমনটা জিজ্ঞাসা করায়, অভিনেত্রী কোন এক সাক্ষাৎকারে জানান, ‘কতটা সাহস ভাব একটা ছবি মুখ থুবরে পড়ার পর আবার নতুন করে ছবি তৈরি করার কথা ভাবছি।’ যদিও কথাটি মজার ছলেই বলেন তনিমা।