‘মোটা জলহস্তি, দেখতে ভাল না, ১৮ দিন যন্ত্রণায়…’ তীব্র কটাক্ষ শুনেও কঠিন সময়ে কী ভাবে ঘুরে দাঁড়ালেন অরিজিতা?

অরিজিতা মুখোপাধ্যায়

একটা সময়ে চাকরি ছেড়ে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। আজও দর্শকের কাছে অভিনেত্রী পরিচিত নিম ফুলের মধু’র বাবুর মা হিসাবেই। ‘নিম ফুলের মধু’,‘অনুরাগের ছোঁয়া’র পর এ বার ছোট পর্দায় একেবারে অন্য রূপে অরিজিতা। ‘রাণী ভবানি’ সিরিয়ালে নাটোরের মেয়ে তিনি।

তবে অভিনয় জগতে পা রেখেই চরম কটাক্ষ শুনতে হয় তাকে। অরিজিতার কথায়, ‘তখন প্রতিষ্ঠিত শিল্পীদের সুযোগ না দিয়ে মানুষ কেন আমায় নেবে? প্রতিদিন লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়তাম। শুরুর দিকে আরও একটা ভয়ঙ্কর সমস্যা হয়েছিল আমার চেহারা নিয়ে।’

‘অনেক জায়গা থেকেই বাদ পড়েছি। এমনও হয়েছিল, ফ্লোরে যাওয়ার দু’দিন আগে জানিয়ে দেওয়া হয় বাদ দেওয়া হয়েছে। কেউ বলেছে মোটা, কেউ আবার বলেছে দেখতে খারাপ। অবসাদে ভুগেছি দীর্ঘদিন। ১৮ দিন যন্ত্রণায় আয়নার সামনে যেতে পারিনি।’

নানা কটাক্ষ শুনেও কঠিন সময়ে মাথা তুলে দাঁড়িয়েছেন অরিজিতা। তবে সবসময় পাশে থেকে সাহায্য করেছে তার বন্ধুরা। সেই মানুষগুলোই অরিজিতার জীবনে লড়াই করার সাহস যোগায়। অরিজিতার কথায়, মা-বাবার পরে তার জীবনে বন্ধু ছাড়া আর কেউ নেই। একটা সময়ে সব ভুলে উঠে দাঁড়ানোর জন্য ভেবেছিলেন কাউন্সেলিং করাবেন। কিন্তু সেই টাকাও ছিল না তার হাতে। অবিরাম পরিশ্রমে আজ সফল অভিনেত্রী  অরিজিতা।

ধারাবাহিকের প্রতিটি ভূমিকাকেই শ্রদ্ধা করেন অভিনেত্রী। অরিজিতার কথায়, ‘সিরিয়াল আসলে আমার কাছে রুটিরুজির মূল পথ। চাকরি ছেড়ে এই অনিশ্চিত দুনিয়ায় পা রেখেছিলাম। দিনের শেষে নিজের সমস্ত চাহিদা পূরণ করতে ধারাবাহিকে অভিনয় করা সত্যিই প্রয়োজন।’

সুত্রঃ https: // eisamay. com /