দুবছরের পথ চলা অবশেষে শেষ হতে চলেছে। বন্ধ হচ্ছে স্টার জলসার পুরনো ধারাবাহিক ‘হরগৌরী পাইস হোটেল’। একসময় ঐশানী আর শঙ্করের প্রেম কাহিনী দারুণ জনপ্রিয় ছিল বাংলা টেলিভিশন পর্দায়। গল্পে একের এক নিত্য নতুন টুইস্ট এনে দর্শকদের মনোরঞ্জন করেছে এই ধারাবাহিক।
সময়ের সাথে সাথে গল্প বদলায়, দর্শকের জনপ্রিয়তা হারাতে থাকে এই মেগা। টিআরপি তালিকায় বর্তমানে ব্যর্থ এই মেগা। ধারাবাহিক শুরু হয়েছিল অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এবং রাহুল মজুমদার। ধারাবাহিক লিপ নিতেই রাহুল ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যান। ঐশানী আর শঙ্করের বদলে ধারাবাহিক লিপে আসে তাদের সন্তানের কাহিনী। এমনকি লিপে নায়কও বদল করা হয়।
তবে কোনও ভাবেই ভালো ফল করতে পারছিল না এই মেগা। অবশেষে ঝাঁপ বন্ধ করতে চলেছে চ্যানেল। আপাতত জানা যাচ্ছে ১৮ ই জানুয়ারি শেষ হচ্ছে ধারাবাহিকের শুটিং। আর তার পরিবর্তে অন্য মেগা আসতে চলেছে। ২০২২ সাল থেকে যাত্রা শুরু করে অবশেষে ২০২৫-এর শুরুতে ‘হরগৌরী পাইস হোটেল’-এর যাত্রা সমাপ্ত হতে চলেছে।