বিনোদন জগতে ফের দুঃসংবাদ! প্রয়াত আরেক জনপ্রিয় অভিনেতা

অভিনেতা টমাস বার্লি

সকাল হতে না হতেই আরও এক দুঃসংবাদের সম্মুখীন হতে হল বিনোদন জগতকে। চলে গেলেন অভিনেতা টমাস বার্লি। হলিউড চলচ্চিত্রের অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৯২ বছর।

দক্ষিণ ভারত থেকে হলিউড চলচ্চিত্রে প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন ছিলেন তিনি। ১৯৫৩ সালে থিরামলার-এর মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তিনি একজন পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকারও ছিলেন।

টমাস বার্লি

হলিউড চলচ্চিত্রে বেশিরভাগই মেক্সিকান কাউবয় চরিত্রে অভিনয় করেছেন টমাস বার্লি। বিয়ন্ড হার্ট, সুগন্ধি পেটাল, কেরালা সহ আরও অনেক বই প্রকাশ করেছিলেন।

সুত্রঃ https://bengali . news18 . com/news/entertainment/popular-actor-thomas-berly-passes-away-rds-1988150 . html