কাল যেন সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল দেব আর শুভশ্রীর ভিডিও ছবিতে। ৯ বছর পর আবার তারা একসাথে এক মঞ্চে। কেউ কল্পনা করতে পারেনি। ইতিহাস সৃষ্টি হল। ব্রেকআপের পর কথা বলা তো দূর মুখ দেখাদেখি বন্ধ ছিল দুজনের। কিন্তু দর্শক এই জুটিকে বাঁচিয়ে রেখেছিল।
আর আবার দর্শকের হাত ধরেই তারা ফিরলেন একসাথে। হয়তো তাদের আগামীদিনে আবারও কাজ করতে দেখা যাবে। ‘ধূমকেতু’র (Dhumketu) ট্রেলার লঞ্চ ইভেন্টে জুড়ে যেন শুধুই দর্শকের উন্মাদনা। আবেগের ঝড় উঠেছিল নজরুল মঞ্চে। নাচ থেকে পুরনো স্মৃস্তি সমস্ত কিছু যেন রিপিট হচ্ছিল বারেবারে।
এমনকি দেব-শুভশ্রী ছবি শেয়ার করে বলা হচ্ছিল রাজ আর রুক্মিণীর অবস্থাটা এখন ঠিক কি? আসলে মজার ছলেই নেটিজেনরা মিম বানাচ্ছিলেন। তবে এসবের মাঝেই এক পোস্ট ভাইরাল। রাজ-শুভশ্রীর ভিডিও র পাশাপাশি এই পোস্ট ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। আর সেই পোস্টটি করেছিলেন পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র।
রাজের নাম না উল্লেখ করেই শতাব্দী ফেসবুকে নিজের পুরনো ছবি ভাগ করে লেখেন, “কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? ইতিহাসের পুনরাবৃত্তি…বুকের বাঁদিকটা চিনচিন করছে তো… আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা-আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।”
আর এই লেখা পড়ে কারো বুঝতে অসুবিধা হয়নি প্রাক্তন স্বামী রাজের উদ্দেশ্যে এই পোস্ট। এমনি দ্য ওয়ালে তিনি অকপটে স্বীকার করে নেন হ্যাঁ তার প্রাক্তন স্বামীর জন্যই এই পোস্ট লেখেনহ তিনি। অর্থাৎ দেব-শুভশ্রী পূর্ণমিলনে রাজকে খোঁচা মেরেই পোস্টটি করেন তার প্রাক্তন স্ত্রী।