বাংলা টেলিভিশন থেকে অনেকেই বড়পর্দায় পা রেখেছেন। এবার আরও এক অভিনেত্রী বড়পর্দায় পা রাখতে চলেছেন। তিনি হলেন অভিনেত্রী ঋতু পাইন। যাকে আপনারা ‘ঘটক দিদি’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে দেখেছিলেম
অভিনেত্রী ঋতু পাইন দর্শকমহলে পরিচিতি লাভ করেছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে। তবে এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন। ‘এস এস এন্টারটেনমেন্ট’ প্রযোজিত নতুন ছবি ‘লটারী জিন্দাবাদ’ এ দেখা যাবে তাকে। ছবির পরিচালনায় রয়েছে জিৎ দত্ত।
ছবিতে ঋতু পাইনের বিপরীতে দেখা মিলবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সায়ন মুখোপাধ্যায়কে। যিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। সান বাংলায় ‘রুপসাগরের মনের মানুষ’ ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করেছেন।