বাংলা সিরিয়াল এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ অভিনেতা সায়ক চক্রবর্তী। যিনি একাধিক বাংলা সিরিয়ালে কাজ করেছেন। বর্তমানে অভিনয় করছেন চিরসখা ধারাবাহিকে। শুধু সিরিয়ালে নয়, সোশ্যাল মিডিয়ায় একজন জনপ্রিয় ব্লগার হিসাবেই সকলে তাকে চেনেন।
তবে এবার পর্দার ভিলেন চরিত্রে দেখা মিলবে সায়কের। জি-বাংলার ‘তুই আমার হিরো’ ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করতে চলেছেন সায়ক । যদিও এই প্রথম নয়, এর আগে মন ফাগুন ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ইটিভি ভারতের এক সাক্ষাৎকারে সায়ক জানান, ‘আবার নেগেটিভ রোলে ফিরলাম। তুই আমার হিরো’তে। এটা সৃজিত রায় আর সৌভিক চক্রবর্তীর প্রযোজনায় প্রথম ধারাবাহিক। আর সেখানে আমি সুযোগ পেয়ে খুব খুশি। আর কৃতজ্ঞও ওঁদের কাছে যে আমাকে আবার একটা গ্রে শেডের চরিত্রে অভিনয় করার সুযোগ দিয়েছেন। এখানে আমি হলাম নায়কের পিসতুতো ভাই। বাকিটা তো দেখতে হবে দর্শককে।’