জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একের পর এক পর্বে যেভাবে গল্প পাল্টাচ্ছে, তাতে বেশ উৎসাহিত দর্শক। মাঝে আর্য-অপর্ণার জীবনে ঝড় হয়ে এসেছিল ডাক্তার হিন্দোল মিত্র। আর তাতেই নতুন মোড় নিয়েছিল ধারাবাহিকের গল্প।
হিন্দোল মিত্র’র চরিত্রে অভিনয় করতে দেখা যায় মৃত্যুঞ্জয় ভট্টাচার্য কে। গল্পে স্বল্প সময়ের জন্য হিন্দোল চরিত্রে অভিনয় করেই দর্শকের চক্ষুশূল হয়ে উঠেছেন অভিনেতা। আর্য-অপর্ণার মাঝে তৃতীয় ব্যক্তি হিসাবে হিন্দোলকে কিছুতেই মানতে পারছিলেন না দর্শক। এমনকি দর্শকের গালিগালাজ, কটাক্ষ পর্যন্ত শুনতে হয়েছে অভিনেতাকে। তবে অবশেষে আর্য-অপর্ণার মিলনে গল্প থেকে বিদায় নিল হিন্দোল ও তার মা।
সম্প্রতি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের এই স্বল্প দিনের চরিত্র ব্যাখ্যা করতে গিয়ে মৃত্যুঞ্জয় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলি পোস্ট করে তিনি লেখেন, ‘গত এক মাস ধরে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক গালি খেয়েছি সেটাই আমার কাছে ভালোবাসা। এবারের মতো হয়তো এইটুকুই। আবার পরে অন্য কোথাও অন্য ভাবে দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ বিজয়া।’
আপাতত হিন্দোলের পথ চলা শেষ। তবে বাস্তবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মৃত্যুঞ্জয়। প্রাক্তনের শার্লি মোদকের বিয়ের কয়েক মাসের মধ্যেই তাই প্রেমিকা চৈতালি দত্তের সঙ্গে নতুন জীবনে পা রেখেছেন মৃত্যুঞ্জয়।
View this post on Instagram