বড় দুঃসংবাদ! হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত টিভি অভিনেতা, শোকের ছায়া ছোটপর্দায়

অভিনেতা যোগেশ মহাজন

হৃদরোগে আক্রান্ত মৃত্যু হল হিন্দি সিরিয়ালের অভিনেতা যোগেশ মহাজনের। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৪৯। আজ উমেরগাঁও ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা করা হয়।

‘শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব’ ধারাবাহিকের শুটিংয়ের দিন সেটে যাননি অভিনেতা। সেখানে লোকজন চিন্তিত হয়ে ফ্ল্যাটে আসেন কিন্তু দীর্ঘক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে সাড়া শব্দ না পাওয়া তারা দরজা ভেঙে ফেলেন এবং অভিনেতা যোগেশ মহাজনকে অচৈতন্য অবস্থায় খুঁজে পান।

অভিনেতা যোগেশ মহাজন

‘শিবশক্তি: তপ ত্যাগ তাণ্ডব’ ধারাবাহিকে গুরু শঙ্করাচার্যের চরিত্রে অভিনয় করছিলেন। এছাড়াও তিনি ‘আদালত’, ‘জয় শ্রী কৃষ্ণ’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘দেব কা দেব মহাদেব’ মতো টিভি শোতে কাজ করেছেন। অভিনেতা স্ত্রী এবং সাত বছরের ছেলে রয়েছে ৷ আচমকাই তার মৃত্যুর খবরে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।