দুঃসংবাদ! মাত্র ৫ মাসেই আচমকা শেষ হচ্ছে এই জনপ্রিয় সিরিয়াল, মন খারাপ দর্শকের

পকেট মে আসমান

বাংলা হোক বা হিন্দি, এখন সিরিয়ালে কাজ করা অনিশ্চয়তা। পুরোটাই নির্ভর করে দর্শক কোন ধারাবাহিক টিভিতে কতক্ষণ সময় ধরে দেখছেন। তাই গল্প ভালো হলেও মাত্র ৫-৬ মাসে বন্ধ হয়ে যাচ্ছে মেগা ধারাবাহিকগুলি।

এবার মাত্র ৫ মাসে শেষ হচ্ছে জনপ্রিয় একটি সিরিয়াল। তবে বলে রাখি, এখানে বাংলা সিরিয়াল নয়, হিন্দি সিরিয়ালের কথা বলা হচ্ছে। বন্ধ হচ্ছে স্টার প্লাসের জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘পকেট মে আসমান’। বাংলা ধারাবাহিক ‘তোমাদের রানী’র রিমেক সিরিয়াল এটি।

তোমাদের রানী ধারাবাহিকের রিমেক ‘পকেট মে আসমান’ হিন্দি সিরিয়ালেও নায়িকার চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী অভিকা মালাকার। তার বিপরীতে অভিনয় করছেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ফারমান হায়দার।

পকেট মে আসমান

মাত্র ৫ মাস হয়েছে স্টার প্লাসে শুরু হয়েছে এই হিন্দি সিরিয়াল। খুব তাড়াতাড়ি গল্প এগোচ্ছে। খুব শীঘ্রই লিপও নেবে এই মেগা। জানা যাচ্ছে, কিছুদিনের মধ্যে এই মেগার শুটিং শেষ হবে। অর্থাৎ ৫/৬ মাসের মধ্যে শেষ হয়ে যাবে এই হিন্দি মেগা। হিন্দি সিরিয়ালে ডেবিউ করেও তেমন লাভ হল না অভিকার।