মেগা সিরিয়ালের ঝাঁপ আচমকাই বন্ধ করে দেওয়া নতুন ব্যাপার নয়। এর আগে বহু ধারাবাহিককে রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে এমনটা ঘটছে তাই নয়, হিন্দি মেগা সিরিয়ালগুলির অবস্থা শোচনীয়।
এবার আচমকাই বন্ধ হল জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘কুণ্ডলী ভাগ্য’। একতা কাপুরের এই মেগা ২০১৭ সালের শুরু হয়েছিল। সবচেয়ে পুরনো শো এটি। হিন্দি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন বাঙালি অভিনেত্রী অদ্রিজা রায়। এছাড়াও ছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরা।
যেকোনো ধারাবাহিক বন্ধ হওয়ার কিছুদিন আগে থেকে জানা যায়। তবে এক্ষেত্রে কেউ টের পায়নি। আচমকাই আসে ধারাবাহিক বন্ধের নোটিশ দেওয়া হয়। ধারাবাহিক আচমকা বন্ধ হওয়ার একেবারেই খুশি নয় দর্শক। এমনকি হতাশ হয়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা।
‘কুণ্ডলী ভাগ্য’ সিরিয়াল বন্ধ হওয়ার ধারাবাহিকে অভিনেতা শক্তি অরোরা ই-টাইমসকে জানান, ‘আমরা আজ সিরিয়ালের সেটে এই সিদ্ধান্ত সম্পর্কে জানতে পেরেছি। এমন একটা টপ-রেট শোয়ের জন্য এটা খুবই জঘন্য এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত সিদ্ধান্ত। আমি এমনকি এটাও জানি না গল্পটা সঠিকভাবে শেষ হবে কিনা বা শেষটা হয়ত হঠাৎ করেই হয়ে গেল, এমনটা+ মনে হতে পারে। এমন একটা খবরে আমাদের খুবই মন খারাপ। সাধারণত, কিছু ইঙ্গিত থাকে, যেমন কম টিআরপি এলে বোঝা যায় যে শো শেষ হওয়ার সময় এসেছে, কিন্তু সেরকম কিছুই এখানে ঘটেনি। এমনকি কিছুদিন আগে শুনেছিলাম, সিরিয়ালটি একটা লম্বা সময়ের গ্যাপ দেখিয়ে এগিয়ে যাবে। ‘অনেক সময় দর্শকও হয়ত সিরিয়ালের গল্পে বোর হয়ে যান, তবে এক্ষেত্রে সেটাও ঘটেনি। তাই আমি হতাশ, কিছুটা হতবাকও বটে। এমন একটা ট্র্যাক আসবে সত্য়িই ভাবিনি…। ’