গতকাল আচমকাই শেষ হয়েছে জি-বাংলার ‘মিত্তির বাড়ি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী পারিজাত চৌধুরী। জোনাকি আর ধ্রুব’র রসায়ন ভালোই সাফল্য পায়। তবে সেভাবে টিআরপিতে ব্যর্থ ছিল এই মেগা।
কিছুদিন আগে নায়িকা জোনাকি’র মৃত্যু দেখানো হয় এবং নতুন নায়িকা হিসাবে এই মেগায় যোগ দেন অভিনেত্রী ইপ্সিতা মুখার্জি। তবে নায়িকা বদল একেবারেই মেনে নিতে পারছিলেন না দর্শকেরা।
জোনাকি কি অর্থাৎ পারিজাতকে আর দেখা যাবে কিনা সেই নিয়ে দর্শকের সংশয় ছিল। তবে শেষে দিনের শুটিং সকলকে চমকে দিয়ে উপস্থিত ছিলেন জোনাকি। জোনাকর লুকেই শেষ দিনে শুটিং সেটে দেখা যায় পারিজাতকে। অর্থাৎ বোঝা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো গল্পে জোনাকির এন্ট্রি হতে পারে। ২২ শে আগস্ট পর্দায় শেষ সম্প্রচার হবে ‘মিত্তির বাড়ি’। শুটিং শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে যায় ধারাবাহিকের ভক্তদের।
View this post on Instagram