৬০-এর দশকে সঙ্গীত জগতের জনপ্রিয় গায়ক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গায়কের মেয়ে রানু কখনও খন আলোচনার শীর্ষে আসলেও ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়কে তেমন দেখা যায়নি বিনোদন জগতে। আট বছর বয়সে হেমন্ত মুখার্জীর পরিচালনায় ‘ফেরি’ সিনেমাতে শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন জয়ন্ত।
অভিনয় করার সঙ্গে সঙ্গে কয়েকটি ছবিতে গানও গেয়েছিলেন জয়ন্ত। একটা সময়ের পর প্রোডিউসার হয়ে বিনোদন জগতে নিজের পরিচিতি গড়েন। তার স্ত্রী হলেন বাংলা সিনে জগতের পরিচিত মুখ মৌসুমী চ্যাটার্জি। মৌসুমী-জয়ন্তর একটি কন্যা সন্তানও আছে।
মেয়েকে নিয়ে তাদের সুখের সংসার থাকলেও মেয়েকে অকালেই হারাতে হয়। ৪৫ বছর বয়সী বড় মেয়েকে হঠাৎ করে হারিয়ে ফেলেন এই তারকা দম্পতি। বাবা হয়ে মেয়ের মৃত্যু মানতে পারেননি জয়ন্ত। বড় মেয়ের মৃত্যুর কারণ ও পেশাগত জীবনে অসফলতার কারণে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল তাদের জীবন।
তারপর থেকেই নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেতা। একটা সময় পর পর্দা থেকে সরে দাঁড়ান মৌসুমী নিজেও।