আজ অভিনেত্রী হেমা মালিনী’র মায়ের শুভ জন্মদিন। মায়ের জন্মদিনে আবেগপ্রবণ অভিনেত্রী। এক্স হ্যান্ডেলে (টুইটার)-এ মায়ের ছবি পোস্ট করে মায়ের উদ্দেশ্যে নিজের মনের কথা জানালেন অভিনেত্রী।
মা জয়া চক্রবর্তীর সঙ্গে নিজের পুরনো কিছু ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এটি আমার হৃদয়ের সবচেয়ে কাছের বছরের সেই দিন! আমার প্রিয় মায়ের জন্মদিন যা উদযাপন করতে আমি কখনই ব্যর্থ হই না, তিনি আমার জন্য যা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই🙏 তার আশ্চর্যজনক ব্যক্তিত্ব এবং তিনি যে সমস্ত কিছুর সাথে মিলিত হতে পেরেছিলেন, ইন্ডাস্ট্রিতে এবং এর বাইরেও, সেটাই আমার ক্যারিয়ার এবং আমি যা তাই আমাকে বানিয়েছে🙏 ধন্যবাদ আম্মা🙏 আমি তোমাকে ভালোবাসি।’
View this post on Instagram
মাকে ভালোবেসে ‘আম্মা’ বলে ডাকতেন হেমা। জীবনের কঠিন সময়ে মাকেই সবসময় পাশে পেয়েছেন তিনি। পরিবারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসাবে মাকে মনে করতেন। তার ইন্ডাস্ট্রিতে আসার পিছনে তার মায়ের অনেকটা অবদান ছিল।
It is that day of the year closest to my heart! My darling mother’s birthday which I never fail to celebrate, thanking her for all that she’s done for me🙏 Her amazing personality and the rapport she was able to create with all she met, both in the industry and beyond, is what… pic.twitter.com/j7XWzMYQqp
— Hema Malini (@dreamgirlhema) January 3, 2025
বিভিন্ন সাক্ষাৎকারে হেমা মালিনীকে বলতে শোনা যেত তার মায়ের অবদানের কথা। শুধু কন্যাদের নয়, নাতনিদেরও আগলে রাখতেন জয়া দেবী। তাই মায়ের অবদান কখনোই ভুলতে পারবেন না হেমা।