বাবার ভালোবাসা থেকে বঞ্চিত, মায়ের গয়না বেঁচেই চলত অভাবের সংসার! অভিনেতা প্রান্তিক ব্যানার্জির জীবনের গল্প শুনলে চোখে জল আসবে আপনারও

প্রান্তিক ব্যানার্জি

ছোট থেকে অভাবকে সঙ্গী করে নিয়েই বড় হয়েছেন, শুরুতে পথচলা খুব একটা সহজ ছিল না তবুও ইন্ডাস্ট্রি জগতে নিজেকে গড়েছেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি। ছোটবেলা থেকে বাবা সংসারের হাল ধরেননি বলে সমস্ত দায়িত্ব এসে পরে অভিনেতার মায়ের উপর।

সংসারের মৌলিক চাহিদা গুলো পূরণ করা কষ্টকর হয়ে উঠেছিল তখন। এমনকি স্কুলের ফি জমা দেওয়ার ক্ষেত্রেও হিমশিম খেতে হয়েছে অভিনেতার মাকে। সংসার চালানোর জন্য অভিনেতার মাকে গয়না পর্যন্ত বিক্রি করতে হয়েছে। তবুও হার মানেনি তার মা।

কষ্টকর জীবনযাপনের মাঝেও অভিনেতার কাছে তার মা-ই ছিল আলোর দিশা। তখন থেকেই মনে মনে স্থির করেন নিজের পরিচিতি গড়ে তোলার। থিয়েটার থেকে টেলিভিশন, তারপর সিনেমা, একের পর এক প্রতিকূলতা পেরিয়ে আজ ছোটপর্দা থেকে শুরু বড়পর্দা সবক্ষেত্রেই পরিচিত মুখ প্রান্তিক ব্যানার্জি।

সম্প্রতি প্রান্তিক ও তার মা দিদি নং ১-এ খেলতে এসে নিজেদের গল্প শেয়ার করেন রচনা ব্যানার্জির সাথে। সেখানেই প্রান্তিকের মা জানায় প্রান্তিকের ছোট ভাইও আছে। তারা আসলে যমজ। ছোটভাই দিল্লিতে থাকে আর প্রান্তিক তার মায়ের সাথেই থাকেন।