বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সুচেতা চক্রবর্তী। একাধিক পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তিনি। পর্দায় তিনি হয়ে উঠেছেন কখনো মা তো আবার কখনো শাশুড়ি। বেশিরভাগ ধারাবাহিকে পজেটিভ চরিত্রে অভিনয় করেছেন।
আসল ধারাবাহিকে তার অভিনয় দর্শকের মনে ছাপ ফেলেছে। অভিনয় ছাড়াও তাকে সাঞ্চালিকার ভূমিকায়ও দেখা গিয়েছিল। তবে ক্যারিয়ারে সফল হলেও অভিনেত্রীর ব্যক্তিগত জীবন অত সুখকর ছিল না। আচমকাই অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হন। যার জন্য কাজ করতে তার সমস্যা হয়েছিল তার। তবে হাল ছাড়েননি। অভিনয় করার পাশাপাশি ক্যান্সারের সাথে লড়াই করেছেন। তবে শেষ রক্ষা হয়নি।
সুচেতা চক্রবর্তী চলে গেলেও রয়ে গেছেন মানুষের মনে। ২০১৮ সালে প্রায়ত হন তিনি। অভিনেত্রী অকালে চলে যাবেন কেউ কল্পনা করতে পারেনি। সাত বছর কেটে গেলে তাকে আজও মনে রেখেছেন তার অনুরাগীরা।