‘ও সারা ক্ষণ নিজের চরিত্রে মধ্যে ডুবে থাকত…’, জিতুকে নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী সায়নী ঘোষ

অভিনেত্রী সায়নী ঘোষ

জিতু আর দিতিপ্রিয়ার ঝামেলা এখন তুঙ্গে। জিতুর ইনস্টাগ্রাম স্টোরি দেখে ইঙ্গিত পাওয়া যায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে সরে আসতে পারেন নায়ক। আর্য চরিত্রে দেখা যেতে পারে অন্য নায়িকাকে। যদিও এই বিষয়ে কেউই সরাসরি জানাননি। এই খবর পুরোটাই ভেতরের। তাই যতক্ষণ না পর্যন্ত অভিনেতা বা চ্যানেল এর তরফ থেকে ঘোষণা না হয় তাই কিছু বলা অসম্ভব।

এদিকে শোনা যাচ্ছে, মঙ্গলবার শুটিং সেটে দিতিপ্রিয়াকে দেখা গেলেও দেখা যায়নি জিতুকে। আর সেই থেকে জলঘোলা হচ্ছে আরও। এসবের মাঝে জিতুর সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে তাঁর প্রাক্তন সহকর্মীরা সকলেই ইতিবাচক বার্তা দিয়েছেন।

এবার জিতুকে নিয়ে মুখ খুললতে দেখা গেল তাঁর সিনেমার নায়িকাকে। পরিচালক অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে জিতুর সাথে কাজ করেছিলেন অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ। এই বিতর্কে নিয়ে আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খোলেন অভিনেত্রী।

অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ সাফ জানান, “সারা ক্ষণ নিজের চরিত্রে ডুবে থাকত। কথাই বলত না কারও সঙ্গে! বললেও সেটা ছবি সংক্রান্ত কথা। জীতুর থেকে বয়সে বড় আমি অনেক। আমাদের মধ্যে বা সেটে তাই হয়তো কোনও সমস্যা তৈরি হয়নি।”

তবে মনোমালিন্যের কারণে নায়কের বেরিয়ে আসায় কষ্ট হচ্ছে তাঁর। তাঁর মতে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি এটা সম্ভব নয়।