সামনেই পুজো। আর হাতে গোনা কয়েকটা দিন। গোটা বাংলা সেজে উঠবে দেবী দুর্গার আগমনে। এই বছরের পুজো অভিনেতা সায়ক চক্রবর্তীর কাছে বেশি স্পেশাল। কারণ এই বছর একের পর এক সাফল্য পেয়েছেন। গত বছর কাজ ছিল না তার। তবে চলতি বছরে চিরসখা, রানী ভবানিতে কাজ করছেন। পাশাপাশি জমি কিনেছেন সায়ক।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সাক্ষাৎকারে পুজোর অভিজ্ঞতা ভাগ করে নিলেন সায়ক চক্রবর্তী। তিনি জানান, “প্রতিবারের মতো এবারেও একটা দিন মা, দাদাইকে নিয়ে ঠাকুর দেখতে যাব। আগে দাদাইয়ের অফিসের পাস-এ দেখতাম এখন মুখ দেখেই জায়গা ছেড়ে দেয়। এটা আমি বেশ এনজয় করি। সবাই লাইন দিয়ে ঠাকুর দেখেন সেটা সত্যিই একটু কষ্টসাধ্য। কিন্তু, যখন আমি ভিআইপি ট্রিটমেন্ট পাই তখন মনে হয় কষ্ট করে নিজের জায়গাটা তাহলে কিছুটা হলেও তৈরি করতে পেরেছি।”
অতীতের স্মৃতি প্রসঙ্গে অভিনেতা জানান, ‘এবারের পুজো সত্যিই আলাদা। প্রথম কারণ, আমরা একটা আবাসনে জমি কিনেছি। ওখানেই আবার মাসির বাড়ি। অনেকদিন ধরেই ওই আবাসনে পুজো হয়। আর ছোট থেকে প্রতি নবমীতে মাসি আমাদের নিমন্ত্রণ করত। কারণ সেদিন ওদের ওখানে মটন খাওয়ানো হয়। আমরা যাতে একটাদিন ভাল করে খাওয়াদাওয়া করতে পারি সেই জন্য ডাকত। এবার আমরা নিজেদের জমির অধিকার সূত্রে সেই মটন খাব। দ্বিতীয়ত এবছর স্টুডিওপাড়ায় আমার নিয়মিত আনাগোনা। গত বছর আমার হাতে কোনও কাজ ছিল না আর এবার পুজোয় সকলকে বলতে পারছি আমার চারদিন ছুটি।’