বিনোদন জগতের একজন জনপ্রিয় মুখ অভিনেতা সায়ক চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় তিনি। ইনফ্লুয়েন্সার হিসাবে খ্যাতি পেয়েছেন। ভ্লগের মাধ্যমে প্রতিনিয়ত চর্চায় থাকেন অভিনেতা। নেটিজেনদের ভালোবাসার পাশাপাশি মেলে সমালোচনাও, কিছুদিন আগে গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যা ট্রোলড। বন্ধুদের পাশে থাকতে গিয়ে শুনতে হয়েছে অনেক কটাক্ষ। তবে বন্ধুত্ব নিয়ে সায়কের জীবনে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাই তার জীবনে বন্ধুত্বের সংখ্যাটা কমিয়ে দিয়েছেন তিনি।
বন্ধু সুকান্ত আর অনন্যার বিয়ের কেনাকাটায় বেরানোর আগে গাড়িতে বসেই ভিডিও করে কিছু অভিজ্ঞতা ভাগ করে নিলেন সায়ক। সায়ককে বলতে শোনা যায়, ‘বয়স যত বাড়ছে তত নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। মানুষ বুঝতে শেখে কোনটা তার জন্য ঠিক আর কোনটা ভুল। ছোটবেলা থেকে জেনে এসেছি যারা বিপদে পাশে দাঁড়ায় তারাই প্রকৃত বন্ধু কিন্তু এখনকার সময়ে বিষয়টা ঠিক উল্টো।
সায়ক বলেন, ‘বিপদের সময় পাশে থাকার জন্য হাজার মানুষ পেয়ে যাবে ঠিকই কিন্তু তার মধ্যে অধিকাংশ মানুষ যারা একসময় মনে মনে ভেবেছিল, তোমার এত উন্নতি হচ্ছে কেন? তোমার খারাপ থাকার কামনা করেছিল। এদিকে তোমার বিপদে সে এসে বলবে, ‘আহারে কি অবস্থা…চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে।’ সহানুভূতি দেওয়ার মানুষের অভাব নেই কিন্তু আমার উপলব্ধি বলছে ভালো সময়ে পাশে দাঁড়ানোর সংখ্যা দিন দিন কমছে। তোমার জীবনের উন্নতি, খ্যাতি নেওয়ার ক্ষমতা খুব কম বন্ধুর থাকে। হয়তো তোমার সামনে প্রকাশ করবে না কিন্তু হাসির আড়ালে তুলনা চলবে।”
সায়ক আরও জানান, তাই সময় থাকতে থাকতে নিজের পরিসর বুঝে নেওয়া উচিত। ভাবতে অবাক লাগে একসময় আমার এত বন্ধু ছিল যে বাড়িতে থাকতাম না। সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম, এখন বয়স বাড়ার সাথে সাথে বন্ধুর সংখ্যাও কমছে।’

