ওপেনিংয়েই বাজিমাত তারে ধরি ধরি মনে করি, কে হল বাংলার টপার?

টিআরপি তালিকা

প্রকাশ পেল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। এবারের টিআরপিতে দারুণ চমক। প্রথম সপ্তাহতেই বাজিমাত করল পল্লবী শর্মা অভিনীত ধারাবাহিক। এবারের বেঙ্গল টপার স্টার ও জিয়ের দুই জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ ও ‘পরশুরাম’।

৬.৮ নম্বর পেয়ে তৃতীয় স্থান দখল করল তারে ধরি ধরি মনে করি। তবে মন খারাপ জিতু ভক্তদের। এবারেও প্রথম পাঁচে নেই চিরদনই তুমি যে আমার। জিতু-অপর্ণার জুটির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে লক্ষ্মী ঝাঁপি পরিবার। ৬.০ নম্বর পেয়ে পঞ্চম স্থান দখল করল লক্ষ্মী ঝাঁপি।

আগের সপ্তাহের তুলনায় নম্বরও কমেছে চিরদিনই ধারাবাহিকের। গত সপ্তাহে টিআরপিতে ৫.৯ নম্বর পেলেও চলতি সপ্তাহে ০.৩ রেটিং কমল এই মেগার। দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়তেই কি এমন হাল হল চিরদনই তুমি যে আমারের? এমনটাই দাবি দিতিপ্রিয়া ভক্তদের। এদিকে ষষ্ঠ থেকে ৬.৭ নম্বর পেয়ে সোজা চতুর্থ স্থান দখল করল ও মোর দরদিয়া।

চলতি সপ্তাহে ৭.১ নম্বর নিয়ে বাংলার টপার যুগ্মভাবে ‘পরিণীতা’ ও ‘পরশুরাম’। ৭.০ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘রাঙামতি’। ৬.৮ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল ‘তারে ধরি ধরি মনে করি’। চতুর্থ স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি আর ও মোর দরদিয়া, তার প্রাপ্ত নম্বর ৬.৭ এবং পঞ্চম স্থানে রয়েছে লক্ষ্মী ঝাঁপি, প্রাপ্ত নম্বর ৬.০ নম্বর।

প্রথম –  পরিণীতা । পরশুরাম (৭.১)

দ্বিতীয় –  রাঙামতি (৭.০)

তৃতীয় –  তারে ধরি ধরি মনে করি (৬.৮)

চতুর্থ – বিদ্যা ব্যানার্জি । ও মোর দরদিয়া (৬.৭)

পঞ্চম –  লক্ষ্মী ঝাঁপি (৬.০)

ষষ্ঠ –  চিরসখা । জোয়ার ভাঁটা । আমাদের দাদামণি (৫.৮)

সপ্তম –  বেশ করেছি প্রেম করেছি (৫.৭)

অষ্টম – চিরদিনই তুমি যে আমার (৫.৬)

নবম –  কম্পাস (৫.৪)

দশম – তুই আমার হিরো (৪.৭)