আগামী ১০ ই মার্চ অন্তিম পর্ব জি-বাংলার ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক। ধারাবাহিকের শেষ হওয়ার সময় যত এগোচ্ছে, দর্শকের মধ্যে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক দেখার আগ্রহে বাড়ছে। ধারাবাহিকের গল্পে মেঘ আর নীলের মিল হলেও ময়ূরীর খেলা এখনও শেষ হয়নি।
এদিকে ধারাবাহিকে দেখানো হয়, জেল থেকে পালিয়েছে ময়ূরী। সে কিছুতেই মেঘকে সুখী হতে দেবে না। মেঘ আর নীলের ফুলশয্যার রাতেই নীলদের বাড়িতে হানা দেবে সে। এবার তার টার্গেট মেঘের জীবন। তাহলে কি মারা যাবে মেঘ?
না, মেঘ মরবে না। তবে মারা যাবে ময়ূরী। হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছে সূত্রের খবরে। ধারাবাহিকের প্রধান মেঘ-নীল আর ময়ূরী। ‘ইচ্ছে পুতুল’-এর নামকরণ অনুযায়ী এখানে ‘ইচ্ছে পুতুল’ হল ময়ূরী। রক্তাল্পতার কারণে মৃত্যু দেখানো হবে ময়ূরীর। আর তারপরেই শেষ হবে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক।