গত ৪ বছরে কাজ জোটেনি! ‘হয়তো অভিনয়টা যথেষ্ট নয়’, মুখ খুললেন চাঁদনি

চাঁদনি সাহা

সিরিয়াল পাড়ার চেনা মুখ অভিনেত্রী চাঁদনি সাহা। যাকে এই মুহূর্তে স্টার জলসার ‘দুই শালিক’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখছেন দর্শক। ২০১১ সালে বিন্দি সিরিয়াল দিয়ে ছোটপর্দায় যাত্রা শুরু। একসময় ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে অভিনয় করে বেশ পরিচিতি পান নায়িকা।

৪ বছর আগে বন্য প্রেমের গল্প ২ সিরিজে কাজ করেছেন বলেই এদিন একটি পোস্টে জানান অভিনেত্রী। তারপর থেকে আর কাজ পাননি ওয়েব মাধ্যমে। আর এই প্রসঙ্গে এদিন অভিনেত্রী তার পোস্টে লেখেন, ‘আমি জানি না আমাদের ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে। এটা বুঝতে পেরে হতাশ লাগছে যে আপনার নৈপুণ্য জানা, এবং আন্তরিকতার সাথে কাজ করা, প্রায়ই সুযোগের গ্যারান্টি দেয় না। ২০২০ সালে, আমি এসভিএফ এর অধীনে বনিও প্রেমের গল্প ২ এ কাজ করেছিলাম, এবং প্রতিক্রিয়া ছিল অসাধারণ। কিছু ভ্রাতৃত্ব সদস্য এবং শ্রোতারা আমার কাজের প্রশংসা করেছেন। তবুও, ইতিবাচক প্রতিক্রিয়া সত্ত্বেও, আমি তখন থেকে একটিও কল পাইনি।’

অভিনেত্রী আরও লেখেন, ‘গত ৪ বছরে আমি অনেক সিরিজ দেখেছি যেগুলো দেখে মনে হয়েছে আমি এই চরিত্রটা করতে পারতাম, বা যে করেছে তার থেকে আরও ভালো করতে পারতাম। কিন্তু কল আসেনি। খুব হতাশাগ্রস্ত লাগে, ১৩ বছর ধরে এই কাজটা ভালোবেসে করার পর জানি না আর কী করা উচিত। আমি একজন অভিনেতা। কিন্তু অভিনয়টাই বোধহয় আর যথেষ্ট নয়। PR বা নেটওয়ার্কিং বা অন্য কিছু যা আমি পারি না সেগুলো হয়তো এখন জরুরি। তবে এই লড়ায়গুলোর সঙ্গে আমার সঙ্গে থেকেছে টিভি। ছোট পর্দাই আমার স্টেজ, আমার লাইফ লাইন আমি অত্যন্ত কৃতজ্ঞ যে এই মাধ্যম আমায় সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে, দেয়। তবে অন্যান্য অভিনেতাদের মতো আমিও OTT, ফিল্মের দুনিয়া এক্সপ্লোর করতে চেয়েছিলাম। নিজের কমফোর্ট জোনের বাইরে বেরোতে চেয়েছিলাম। কিন্তু বাস্তবটা অনেকটাই আলাদা।’ তবুও নিজের মত করে চেস্টা চালিয়ে যাচ্ছেন চাঁদনি।