পরিণীতা ধারাবাহিকে কি গোপাল চরিত্রের ইতি? আচমকাই অভিনেতা সুব্রত গুহর পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। সদ্য বর্ষীয়ান অভিনেতা একটি ইঙ্গিত পূর্ণ শেয়ার করেছেন।
অভিনেতা দ্রোন মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে সুব্রত গুহ লেখেন, “গোপাল আর দাদুর এটাই শেষ ছবি…তবে জীবন তো থেমে থেকে না… দ্রোন কে ভুলবো কি করে…একসাথে মেকাপ রুমে যে গান গল্প আর দুষ্টুমি করেছি তাও ভুলবো কি করে…আবার দেখা হবে ভাই..আবার একসাথে কাজ করবো….জীবন চলতেই থাকবে…ভালো থাকিস ভাই….সৃষ্টিতে থাকিস…..।”
অভিনেতার পোস্ট করতেই হতবাক সকলে। আচমকা কি হল? কেউ লিখছেন, “পরিণীতা ধারাবাহিক কি শেষ?” তো আবারও কারো প্রশ্ন, দ্রোনকে কি আর দেখা যাবে না? আবার কারো মতে হয়তো “ধারাবাহিকের গোপাল চরিত্রের ইতি”।
যদিও এই নিয়ে একটি শব্দ আর খরচ করেননি সুব্রত রায়। তবে এই খবর শুনে মন খারাপ ধারাবাহিকের দর্শকের।

