একদিকে আর্যকে খুঁজে পেল অপর্ণা, অন্যদিকে স্মৃতি হারাল আর্য? ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন মোড়

চিরদিনই তুমি যে আমার

অবশেষে ‘চিরদিনই তুমিযে আমার’ ধারাবাহিকে দেখা মিলল ‘আর্য’ ওরফে জিতু কমলের। ধারাবাহিকের গল্প অনুযায়ী, মেঘরাজের সাথে হাত মিলিয়েছে নতুন ভিলেন। আর তাদের ষড়যন্ত্রেই আর্য কে কিডন্যাপ করা হয়। এমনকি স্মৃতি হারানোর ইঞ্জেকশন দেওয়া হয় আর্যকে। এদিকে আর্যকে খুনের অভিযোগে জেলে পাঠানো হয় অপর্ণাকে।

সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো আসতেই অবাক নেটিজেন। গল্পে ফের ফিরে এসেছে আর্য। প্রোমো অনুযায়ী, আচমকাই অপর্না দেখতে পায় আর্যকে। তবে আর্যকে ভীষণই বিধ্বস্ত দেখায়। তবে কি নতুন ভিলেনের ষড়যন্ত্রেই স্মৃতি হারাবে আর্য? ধারাকবাহিকে আসতে চলেছে নতুন চমক।

প্রসঙ্গত, গত সপ্তাহতে জিতুর অসুস্থতার কারনে বেশ কয়েকদিন ধারাবাহিকে দেখা যায়নি পর্দার ‘আর্য স্যার’ ওরফে জিতু কমলকে। এবার জিতু কমলের ফিরে আসায় ধারাবাহিকের গল্পে উত্তেজনা আরও দুইগুন বেড়েছে দর্শকের।